আয়াজ লাতিফ পালিজো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আয়াজ লাতিফ পালিজো (সিন্ধি, উর্দু: اياز لطیف پلیجو‎‎) (জন্ম ১৯৬৮ সালের ১লা নভেম্বর পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা শহরে) হলেন একজন রাজনীতিবিদ, আইনজীবী, কর্মী, লেখক ও শিক্ষক। আয়াজ লাতিফ পালিজো হলেন কওমি আওয়ামী তাহরীকের (পিপলস ন্যাশনাল মুভমেন্ট) সভাপতি, কেন্দ্রীয় আহ্বায়ক ও সিন্ধ প্রগতিশীল জাতীয়তাবাদী জোটের (এসপিএনএ) প্রতিষ্ঠাতা, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) অন্যতম প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব। ২০০৭ সাল থেকে তিনি দক্ষিণ-পূর্ব পাকিস্তানের সিন্ধু প্রদেশের বিভাজনে আপত্তি জানিয়ে বামেদের প্রতিনিধিত্ব করেছেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

আয়াজ লাতিফের মা জিজি জরিনা বেলুচ একজন বেলুচ নারী অধিকার কর্মী ছিলেন, সিন্ধিয়ানী তাহরিকের প্রতিষ্ঠাতা, লেখক, শিল্পী ও শিক্ষিকা। তাঁর পিতা রসুল বক্স পালিজো একজন সিন্ধি বামপন্থী, পণ্ডিত, লেখক ও আওয়ামী তাহরিকের প্রতিষ্ঠাতা ছিলেন। [১]

আয়াজ লতিফ পালিজো হায়দ্রাবাদে সিন্ধু বিশ্ববিদ্যালয়ের ওল্ড-ক্যাম্পাসে মডেল স্কুলে শিক্ষা লাভ করেন। কিশোর বয়সে, মায়ের নির্দেশনায়, আয়াজ লতিফ সিন্ধি, বেলুচিউর্দু অধ্যয়ন করেছিলেন। তিনি পরবর্তীতে ইংরেজি, সেরাইকি, পাঞ্জাবিফার্সি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন।[তথ্যসূত্র প্রয়োজন]

আয়াজ লতিফ এগারো বছর বয়সে গুলান জাহরা বারিরা ও কওমি আওয়ামী তাহরীকের শিশু শাখা সুজাগ বার তাহরিকের কেন্দ্রীয় মহাসচিব ছিলেন। তিনি তার পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মী হয়ে ওঠেন।

আয়াজ লতিফ জামশোরের মেহরান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন, তিনি জামশোরো সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম-এ প্রথম স্থান অর্জন করেন। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার শহরের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে পরিবেশ ও নেতৃত্বের উন্নয়নে একটি ডিগ্রি লাভ করেন। আয়াজ লতিফ সিন্ধু বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ওয়াই কলেজ থেকে গ্রামীণ উন্নয়নে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন।

আয়াজ লতিফ সপ্তম দলে নেতৃত্ব এলইএডি (পরিবেশ ও উন্নয়নের নেতৃত্ব) প্রশিক্ষণ পেয়েছিলেন। [১]

আইন পেশা[সম্পাদনা]

পালিজো সিন্ধু হাইকোর্টের একজন সাংবিধানিক আইনজীবী এবং সংখ্যালঘু, নারী ও শিশু অধিকারের একজন প্রধান রক্ষক। তিনি প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

রাজনৈতিক সক্রিয়তা[সম্পাদনা]

আয়াজ লাতিফ পালিজো পাকিস্তানের সভাপতি (পাকিস্তান জাতীয় আন্দোলন) কওমি আওয়ামী তাহরীকের (কিউএটি) কেন্দ্রীয় আহ্বায়ক এবং সিন্ধ প্রগতিশীল জাতীয়তাবাদী জোট (এসপিএএনএ) এর প্রতিষ্ঠাতা এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব। [২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Affiliation, Party, Forums, Organization। "Palijo affiliation with organizations"Pakistan Herald। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৩ 
  2. "Ayaz Palijo briefly detained in Hyderabad | Pakistan Today | Latest news | Breaking news | Pakistan News | World news | Business | Sport and Multimedia"। Pakistan Today। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৩ 
  3. "Election campaigns of nationalist parties safe and sound"। Thenews.com.pk। ২৬ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৩