আমেরিকান স্পেসেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমেরিকান স্পেসেস মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব ইন্টারন্যাশনাল ইনফরমেশন প্রোগ্রামের একটি উদ্যোগ যার স্থাপন ও সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে জন কূটনীতি পরিচালনা করা যায়। অপপ্রচার প্রতিরোধ ও আন্তর্জাতিক জনমত প্রভাবিত করার লক্ষ্যে বিশ শতকের শুরুর দিকে প্রতিষ্ঠিত বিভিন্ন ধরনের ও আকৃতির এই স্পেসেসগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা ও আমেরিকা সম্পর্কিত বই, সাময়িকী ও ডিভিডি পাওয়া যায়।[১]

বিশ্বযুদ্ধের পরে, এই স্পেসেসেগুলো লাইব্রেরি, দ্বিজাতিক কেন্দ্র, স্বতন্ত্র আমেরিকান সেন্টার এবং আমেরিকা হাউসের আকারে ছড়িয়ে পড়ে যেগুলিকে ২০০৮ সালে "আমেরিকান স্পেস" প্রোগ্রামের আওতায় আনা হয়েছিল। এরকম কেন্দ্রগুলোর বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসবাদের হুমকির ফলে আমেরিকান কর্নারসমূহ হয়তো স্থানীয় গ্রন্থাগার বা মার্কিন দূতাবাসগুলির মধ্যে তথ্য সংস্থান কেন্দ্রগুলিতে স্থানান্তরিত হয়েছিল৷ এই স্পেসগুলির প্রতিটিই বিদেশে মার্কিন সফ্ট পাওয়ার ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Managing American Spaces"U.S. Department of State