আমাল কাতামি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমাল কাতামি
أمل قطامي
জন্মনামআমাল মুরাদ ইবরাহিম আল-কাতামি
উপনামআমিরাতুশ শাশাহ, আমিরাতুল আহলাম
জন্ম (2000-12-19) ১৯ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩)
জর্দান
উদ্ভবফিলিস্তিন
পেশানাশিদ শিল্পী, উপস্থাপিকা
কার্যকাল(২০০৬ –২০১৩)

আমাল মুরাদ ইবরাহিম কাতামি ( ডিসেম্বর ১৯, ২০০০ ) একজন জর্ডানিয়ান নাশিদ শিল্পী, যে ২০০৬ সালে তার শৈল্পিক কর্মজীবন শুরু করে।[১]

শিল্পীজীবন[সম্পাদনা]

আমাল মাত্র ছয় বছর বয়সে তার শৈল্পিক কর্মজীবন শুরু করেন। তার প্রথম অভিষেক হয় সুস্থ ও ইসলামিক সাংস্কৃতিক বিনোদনের জন্য বিশ্ববিখ্যাত জর্দানিয়ান সংস্থা তুয়ুর আল-জান্নাহ এর চ্যানেলে। এখানে কাজ করার সময় তিনি তার মিষ্টি হাসির জন্য প্রসিদ্ধ হন। তাছাড়া সে রামা চ্যানেল ও কারামিশ চ্যানেলেও কিছুদিন কাজ করেন। ১ সেপ্টেম্বর, ২০১৩ সালে, "তাজি হিজাবি" (হিজাব আমার মাথার মুকুট) স্লোগানে ২০১৩-১৪ শিক্ষাবর্ষকে বরণ করে নিতে তিনি টিভি পর্দায় প্রতিশ্রুতিবদ্ধ হন। এবং সব ধরনের নাশিদ রেকর্ড ও অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন, যদিও পরে কিছু বারনামিজ (টিভি শো) এ উপস্থাপিকা হিসেবে কাজ করেন।

জনপ্রিয়তা[সম্পাদনা]

আমাল মুরাদ তার ঐশ্বর্যিক রূপ ও সুললিত কণ্ঠের কারণে সর্বত্র তাক লাগিয়ে দেন। আরব বিশ্বে তিনি "আমিরাতুশ শাশাহ" (পর্দার রাজকুমারী), "আমিরাতুল আহলাম" (স্বপ্নের রানী) লকবে প্রসিদ্ধ। তিনি তার নামের তাসগিরি নাম "আম্মুলেহ" নামেও পরিচিত। তাছাড়া, প্রসিদ্ধ আরব শিল্পী দিমা বাশার, রাগাদ আল-ওয়াযযান, ও বাহরাইনের হালা আল তুরকের সাথেও তার কয়েকটি কর্ম রয়েছে। ইন্সটাগ্রামে তার ফলোয়ার সংখ্যা দেড় মিলিয়নেরও বেশি।

পুরস্কার[সম্পাদনা]

সে তার কণ্ঠে গাওয়া "তাহলা আল-দুনিয়া" গানটির জন্য রৌপ্য পুরস্কার সহ আরও অনেক সরকারী পুরস্কার পায়৷ জর্দানের রাজা তার হাতে পুরস্কারটি তুলে দেন। সে কারামিশ টিভি চ্যানেলের শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবেও পুরস্কার পায়।[১]

কর্মসমূহ[সম্পাদনা]

গান আরবী একক/সহগায়ক
মা আহলাকি ما أحلاكي উমর আল সঈদি
ইয়া সালাম তাকবিরাতুল ইদ يا سلام تكبيرات العيد একক
তাহলা আল-দুনিয়া تحلى الدنيا আহমদ দাসআন
শরতু জাযাঈ شرط جزائي আহমদ দাসআন
হালওয়াতুদ দুনিয়া حلوة الدنيا একক
হিওয়ারুল হিজাব حوار الحجاب আয়মান রামাদ্বান
জাওয়ানা সওত جوانا صوت আহমদ দাসআন
মিসরি مصري আহমদ দাসআন
রামাদ্বানু হায়াতি رمضان حياتي আহমদ দাসআন
আনা ফারহান انا فرحان একক
ত্বয়রি ওয়া আলি ইয়া হাম্মাম طيري وعلي يا حمام একক
আইয়ামু যামান أيام زمان একক
শাবরাহ কামযাহ شبرة قمرة একক
আল আন্দাবুরি الأندبوري একক
শি বিয়াযআল شي بيزعل আব্দিল কাদির সাবাহি
আনা যি আন নাস انا زي الناس একক
নাহনু মুসলিমুন نحن مسلمون মুজাহিদ হিশাম
আস সুবুঅ' السبوع কারামিশ তারকাবর্গ
ইনযাল ইনদি ইয়া কামার إنزل عندي يا قمر একক
বানাত ওয়া আওলাদ بنات وأولاد কারামিশ তারকাবর্গ ও আব্দিল কাদের সাবাহি
সূ সূ বাত্বনি صوصو بطني কারামিশ তারকাবর্গ
আখিরুল উনকুদ آخر العنقود কারামিশ তারকাবর্গ
তল্লাল কামার طل القمر একক
হারিকাহ حريقة একক
ত্বয়রি ইয়া ত্বাইয়ারাহ طيري يا طيارة একক
কিলনা কারামিশ كلنا كراميش কারামিশ গোষ্ঠি
এহনা আল আতফাল احنا الأطفال কারামিশ তারকাবর্গ
জায়া আলা বালি جـاي على بالي একক
আল হুরুফ الحروف একক
আলামিয়া عـالمايـا আব্দিল কাদের সাবাহি
ইয়া রাব্বাল আলামিন يا رب العالمين একক
আলফিন মাবরুক ألفين مبروك একক
ওয়াআদ্দি নাজাহনা وادي نجحنا একক
সল্লু আ'ন নাবি صلو عالنبي একক
আল সিহাব الصحاب একক
আখিরুল মিশওয়ার آخر المشوار একক
হিয়া সালাতি هي صلاتي কারামিশ তারকাবর্গ

অ্যালবাম[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "من هي " امل قطامي ""। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৩  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "مولد تلقائيا1" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে

বহিঃসংযোগ[সম্পাদনা]