বিষয়বস্তুতে চলুন

আব্দুস সাত্তার (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুস সাত্তার
ময়মনসিংহ-৮ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ৩০ সেপ্টেম্বর ২০০১


পূর্বসূরীজয়নুল আবেদীন জায়েদী
উত্তরসূরীশাহ নুরুল কবির শাহীন
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৪ জানুয়ারি ২০১৪


পূর্বসূরীশাহ নুরুল কবির শাহীন
উত্তরসূরীফখরুল ইমাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৫২ (বয়স ৭২)
ঈশ্বরগঞ্জ উপজেলা, ময়মনসিংহ জেলা, পূর্ব পাকিস্তান
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানউম্মি ফারজানা ছাত্তার

মোঃ আব্দুস সাত্তার (জন্ম: ২১ ফেব্রুয়ারি ১৯৫২) হলেন ময়মনসিংহে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ময়মনসিংহ-৮ থেকে ২ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আব্দুস সাত্তার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি এমএসসি সম্পন্ন করেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

আব্দুস সাত্তার আমদানী-রপ্তানি ব্যবসার সাথে সম্পৃক্ত। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ৭ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[] ২০০১ সালে তিনি বিএনপি প্রার্থীর নিকট পরাজিত হন। ২০০৯ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। সাত্তার ৯ম জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি[] এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[]

বিতর্ক

[সম্পাদনা]

ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধা আবুল কাশেম সংসদ সদস্য আব্দুস সাত্তারের বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ১৯৯৬ সাল পর্যন্তও তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় ছিল না।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এবার সাবেক এমপি সাত্তারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিতর্ক!"। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "Constituency 153"www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ 
  4. "ময়মনসিংহের সাবেক এমপির মুক্তিযোদ্ধা সনদ বাতিল দাবি"। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]