আবু মুহাম্মদ ইউনুস আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু মুহাম্মদ ইউনুস আলী
পূর্ব বাংলা আইন পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৫৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৩-০৩-২৩)২৩ মার্চ ১৯২৩
পাবনা জেলা, বাংলাদেশ
মৃত্যু১৪ ফেব্রুয়ারি ২০০৫(2005-02-14) (বয়স ৮১)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ারমী লীগ

আবু মুহাম্মদ ইউনুস আলী চলনবিল অঞ্চলের প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী ও বৃহত্তর পাবনা জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুক্তফ্রন্টের এমএলএ ছিলেন তিনি। পাবনা জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।'

জন্ম[সম্পাদনা]

তিনি ১৯২৩ সালের ২৩ মার্চ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন।

সমাজকর্মী[সম্পাদনা]

বঙ্গবন্ধুর কলকাতার ইসলামীয়া কলেজের বেকার হোষ্টেলের রুমমেট ছিলেন তিনি, বায়ান্নর ভাষাসংগ্রামী, যুক্তফ্রন্টের নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, পাবনার ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর আসনে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন আবু মুহাম্মদ ইউনুস আলী; ইউনুস এমএলএ হিসেবেও পরিচিত ছিলেন।

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তার নির্বাচনী এলাকা ছিল পাবনা সদর উত্তর (চাটমোহর- ভাঙ্গুড়া-ফরিদপুর- আটঘরিয়া।

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]