আবু তাহির খসরোভানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবু তাহির খসরোভানি (ফার্সি: ابو طاهر خسروانی) ছিলেন ১০ শতকের একজন পারসিক ব্যক্তি, যিনি সামানিদ সাম্রাজ্যে বসবাস করতেন। তিনি খোরাসানের অধিবাসী ছিলেন এবং বিখ্যাত পারস্য কবি রুদাকির জীবদ্দশায় বসবাস করতেন। খোসরোভানির বেশিরভাগ কবিতাই অবশ্য হারিয়ে গেছে এবং মাত্র কয়েকটির অস্তিত্ব রয়েছে, যেগুলো আসাদি তুসি-এর মতো বেশ কয়েকজন ফার্সি কবির উদ্ধৃতি দিয়েছেন। খসরোভানি পরবর্তীতে ৯৫৩ সালে মারা যান।

সূত্র[সম্পাদনা]

  • Dabīrsīāqī, M. (১৯৮৩)। "ABŪ TAHER ḴOSRAVĀNĪ"। Encyclopaedia Iranica, Vol. I, Fasc. 4। পৃষ্ঠা 387–388।