আবুল হোসেন (পদার্থবিদ)
অধ্যাপক ড. আবুল হোসেন | |
|---|---|
| উপাচার্য | |
| গণ বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২০২৩ | |
| পূর্বসূরী | মেসবাহউদ্দিন আহমদ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় |
| পেশা | অধ্যাপক , বিশ্ববিদ্যালয় প্রশাসক |
আবুল হোসেন একজন বাংলাদেশী পদার্থবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]তিনি ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]আবুল হোসেন ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভাগীয় সভাপতি, ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য, জাবি শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। ২০২৩ সালে তিনি গণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি কর্তৃক উপাচার্য হিসেবে নিযুক্ত হন। এই পদে নিয়োগ লাভের আগে তিনি গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪]
গবেষণা ও প্রকাশনা
[সম্পাদনা]দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৬০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন"। বণিক বার্তা। ১৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "গণ বিশ্ববিদ্যালযের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন"। গণ বিশ্ববিদ্যালয়। ৬ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেলেন ড. আবুল হোসেন"। সমকাল। ১১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "৭ বছর পর 'ভারমুক্ত' হলো গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ"। আজকের পত্রিকা। ১১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "Md. Abul Hossain"। scholar.google.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৫।