আবদুল হামিদ খান ইউসফজয়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল হামিদ খান ইউসফজয়ী
জন্ম১৮৪৯
টাঙ্গাইল, বেঙ্গল প্রেসিডেন্সি
মৃত্যু১৯১০
পেশাকবি, সাংবাদিক, লেখক
ধরনগ্রন্থ বিষয়ক লেখা

আবদুল হামিদ খান ইউসফজয়ী (১৮৪৯ - ১৯১০) ছিলেন একজন বাঙালি কবি, লেখক এবং সাংবাদিক

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হামিদ ১৮৪৯ সালে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার চারন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শওহার আলী।[১]

কর্মজীবন[সম্পাদনা]

হামিদ ১৮৮৬ সালে ‘আহমদী’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেছেন। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ‘নবরত্ন’ করা হয়। করটীয়ার জমিদার মাহমুদ আলী খান পন্নীর সহযোগীতায় তার প্রতিষ্ঠিত ‘মাহমুদীয়া’ প্রেস থেকে পত্রিকাটি প্রকাশিত হত। তার প্রথম কাব্যগ্রন্থ ‘উদাসী’ ১৯০০ সালে প্রকাশিত হয়। প্রেম বিষয়ক এ গ্রন্থটিতে উদাসী, কিরণপ্রভা এবং অরুণ ভাতি নামে তিনটি কাব্য কাহিনী রয়েছে। তার লেখাসমূহে সমকালীন সমাজের দুঃখ দুর্দশার উল্লেখ পাওয়া যায়।

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

তার অন্যান্য প্রকাশিত গ্রন্থগুলো হলোঃ[২]

  1. প্রেমিক উদাসী বজ্রবালা
  2. অরুণ ভাতি কিরুণ প্রভা
  3. হৃদয় উদ্যান
  4. বিরাট সঙ্গীত
  5. আরব কাণ্ড
  6. মহাসংবাদ

হামিদ ১৯১০ সালে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলাম খান, নুরুল (১৯৯০)। বাংলাদেশ জেলা গেজেটীয়ার টাংগাইল। ঢাকা: সংস্থাপন মন্ত্রণালয়। 
  2. "প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭