আবদুল হান্নান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল হান্নান চৌধুরী
জন্ম
সোয়া মিয়া

১৯২০ ইং
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনআলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণস্বাধীন বাংলাদেশের প্রথম আইন সচিব।

আবদুল হান্নান চৌধুরী (সংক্ষেপে- এ হান্নান চৌধুরী) ছিলেন স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম আইন সচিব।[১] আইনপেশা, সাংবাদিকতা ইত্যাদির সঙ্গে তিনি আমৃত্যু যুক্ত ছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আবদুল হান্নান চৌধুরী ১৯২০ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামে। ডাকনাম সোয়া মিয়া। বাবা হারিছ উদ্দিন ছিলেন জগন্নাথপুরের প্রথম পুলিশ অফিসার (ডিএসপি)।[২][৩]

শিক্ষাজীবন[সম্পাদনা]

আবদুল হান্নান চৌধুরীর পড়াশোনা শুরু হয় কুবাজপুর এম.ই. স্কুলে। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৮ সালে এম.এ. পাশ করেন। আলীগড় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ছিলেন তাঁর সহপাঠী।[২]

কর্মজীবন[সম্পাদনা]

কর্মজীবনে আবদুল হান্নান চৌধুরী ঢাকা, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় জেলা জাজ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি মুজিবনগর সরকারের আইন সচিব হিসেবে নিযুক্ত হন এবং মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম সদস্য ছিলেন। দৈনিক সিলেটের ডাক পত্রিকার সূচনালগ্ন থেকেই তিনি পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে পত্রিকাটি সম্পাদনা করেন।[২][৩]

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০০০ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. টিপু (২০১৮-০৪-১৭)। "একনজরে মুজিবনগর সরকার"risingbd। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৭ 
  2. মোস্তফা কামাল, সৈয়দ (জুলাই ২০০৩ খ্রিস্টাব্দ)। সিলেটের রেফারেন্ডাম ও জনপ্রতিনিধি। সিলেট: রেনেসাঁ পাবলিকেশন্স। পৃষ্ঠা ৭১।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. পিংকু, রনেন্দ্র তালুকদার (জানুয়ারি ২০০৪)। সুনামগঞ্জের সাংবাদিকতা। পৃষ্ঠা ২১।