বিষয়বস্তুতে চলুন

আবদুল বাসেত (কৃষিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
আবদুল বাসেত
প্রথম উপাচার্য
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৩ মার্চ ২০২১ – ১ অক্টোবর ২০২৪
পূর্বসূরীঅফিস সৃষ্টি
উত্তরসূরীসৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পেশাকৃষিবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

আবদুল বাসেত একজন বাংলাদেশী কৃষিবিদ। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) প্রথম উপাচার্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আবদুল বাসেত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৬ সাথে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি বাসেত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আবদুল বাসেত ২০২১ সালের ২২ মার্চ পরবর্তী চার বছরের জন্য হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।[]

গবেষণাকর্ম ও প্রকাশনা

[সম্পাদনা]

আবদুল বাসেত দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ২৫টির অধিক গবেষণা নিবন্ধ প্রকাশ ও একাধিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি উল্লেখযোগ্য সংখ্যক স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীর তত্ত্বাবধায়ক। এছাড়াও একাধিক গবেষণা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে তার।[]

সদস্যপদ

[সম্পাদনা]

তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. আবদুল বাসেত"বাংলা ট্রিবিউন। ২২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Professor Dr. Md. Abdul Baset - SAU" [অধ্যাপক ড. মো. আবদুল বাসেত - সিকৃবি]। সিকৃবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  3. "হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য আবদুল বাসেত"জাগো নিউজ। ২৩ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  4. "হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মো. আবদুল বাসেত"প্রথম আলো। ২৩ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১