আফসানা বেগম
আফসানা বেগম | |
---|---|
পপলার এবং লাইমহাউস আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১২ ডিসেম্বর ২০১৯ | |
পূর্বসূরী | জিম ফিটজপেট্রিক |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | ব্রিটিশ |
রাজনৈতিক দল | লেবার পার্টি |
আফসানা বেগম হলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ। তিনি পপলার এবং লাইমহাউস সংসদীয় আসনের বর্তমান সাংসদ।
জীবনী
[সম্পাদনা]আফসানা বেগমের পূর্বপুরুষেরা থাকতেন অধুনা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে।[১] তার বাবা তার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সিভিক মেয়র ছিলেন।[২] তিনি ছিলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বাসিন্দা।[৩] তবে আফসাবা বেগমের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। তিনি লেবার পার্টির লন্ডন রিজিয়ন শাখার সদস্য। দলটির টাওয়ার হ্যামলেটস শাখার সহসভাপতিরও দায়িত্ব পালন করছেন তিনি।[৩] তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত আছেন।
পপলার এবং লাইমহাউস সংসদীয় আসনের সাংসদ জিম ফিটজপেট্রিক ২০১৯ সালের শুরুর দিকে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।[১] ২০১৯ সালের ব্রিটিশ সংসদ নির্বাচনে এই আসনে লেবার পার্টির মনোনয়ন পান আফসানা বেগম। নির্বাচনে তিনি ৩৮,৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।[১][৪][৫] তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শন ওক পান ৯,৭৫৬ ভোট।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "প্রথমবারের মতো এমপি হলেন বাংলাদেশি কন্যা আফসানা"। যুগান্তর। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রিটেনে চতুর্থ বাংলাদেশি এমপি হওয়ার পথে আফসানা বেগম"। সময় টিভি। ১৩ ডিসেম্বর ২০১৯। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "বাবার পথ ধরে রাজনীতিতে জগন্নাথপুরের আফসানা"। প্রথম আলো। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দল হারলেও জিতলেন বাংলাদেশি ৪ নারী"। আমাদের সময়। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রিটিশ এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারী"। কালের কণ্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯।
- জীবিত ব্যক্তি
- ১৯৯০-এ জন্ম
- রাজনীতিতে ব্রিটিশ নারী
- ব্রিটিশ বাংলাদেশী
- বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- ইংরেজ সমাজতাত্ত্বিক
- ২১শ শতাব্দীর ইংরেজ নারী রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর বাঙালি
- ইংল্যান্ডের নির্বাচনী এলাকা থেকে শ্রমিক দল (যুক্তরাজ্য) এর সংসদ সদস্য
- ইংল্যান্ডের নির্বাচনী এলাকা থেকে যুক্তরাজ্যের নারী সংসদ সদস্য
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ২০১৯-২০২৪
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ২০২৪-২০২৯
- যুক্তরাজ্যের কমন্সসভার স্বতন্ত্র সদস্য
- লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট
- লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী
- লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সমাজতান্ত্রিক প্রচারণা গোষ্ঠী
- টাওয়ার হ্যামলেটসের রাজনীতিবিদ
- শ্যাডওয়েলের ব্যক্তি