বিষয়বস্তুতে চলুন

আফসানা বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফসানা বেগম
পপলার এবং লাইমহাউস আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ ডিসেম্বর ২০১৯
পূর্বসূরীজিম ফিটজপেট্রিক
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাব্রিটিশ
রাজনৈতিক দললেবার পার্টি

আফসানা বেগম হলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ। তিনি পপলার এবং লাইমহাউস সংসদীয় আসনের বর্তমান সাংসদ।

জীবনী

[সম্পাদনা]

আফসানা বেগমের পূর্বপুরুষেরা থাকতেন অধুনা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে[] তার বাবা তার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সিভিক মেয়র ছিলেন।[] তিনি ছিলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বাসিন্দা।[] তবে আফসাবা বেগমের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। তিনি লেবার পার্টির লন্ডন রিজিয়ন শাখার সদস্য। দলটির টাওয়ার হ্যামলেটস শাখার সহসভাপতিরও দায়িত্ব পালন করছেন তিনি।[] তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত আছেন।

পপলার এবং লাইমহাউস সংসদীয় আসনের সাংসদ জিম ফিটজপেট্রিক ২০১৯ সালের শুরুর দিকে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।[] ২০১৯ সালের ব্রিটিশ সংসদ নির্বাচনে এই আসনে লেবার পার্টির মনোনয়ন পান আফসানা বেগম। নির্বাচনে তিনি ৩৮,৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।[][][] তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শন ওক পান ৯,৭৫৬ ভোট।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রথমবারের মতো এমপি হলেন বাংলাদেশি কন্যা আফসানা"যুগান্তর। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রিটেনে চতুর্থ বাংলাদেশি এমপি হওয়ার পথে আফসানা বেগম"সময় টিভি। ১৩ ডিসেম্বর ২০১৯। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ 
  3. "বাবার পথ ধরে রাজনীতিতে জগন্নাথপুরের আফসানা"প্রথম আলো। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "দল হারলেও জিতলেন বাংলাদেশি ৪ নারী"আমাদের সময়। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ 
  5. "ব্রিটিশ এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারী"কালের কণ্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯