আফজল আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফজল আলী
জন্মষোড়শ শতাব্দী
পেশাকবি
ভাষাবাংলা
উল্লেখযোগ্য রচনানসিহৎনামা, বৈষ্ণবীয় ঢঙে লিখিত পদাবলি

আফজল আলী ছিলেন মধ্যযুগের একজন মুসলিম কবি। তিনি আনুমানিক ষােড়শ শতাব্দীতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিলুয়া গ্রামের অধিবাসী ছিলেন বলে জানা যায়।[১][২] ভংগু ফকির ছিলেন তার পিতা। এ পর্যন্ত কবির রচিত 'নসীহতনামা' শীর্ষক একখানি গ্রন্থের ও বৈষ্ণবীয় ঢঙে লিখিত কয়েকটি পদের সন্ধান পাওয়া গেছে।[১] 'নসীহত নামা' গ্রন্থটির রচনাকাল আনুমানিক ১৬৬২ খ্রিস্টাব্দ।[৩] তার রচিত গ্রন্থটি ষােড়শ শতাব্দীর মুসলিম বাংলার সাহিত্যে উল্লেখযােগ্য সৃষ্টি। কারণ এ সময়ে রচিত ইসলাম ধর্মের উপদেশ সংবলিত বাংলা গ্রন্থের তেমন একটা সন্ধান পাওয়া যায় না। এ গ্রন্থে সরল ভাষায় ধর্মোপদেশের উল্লেখ রয়েছে। পদকর্তা হিসেবেও তিনি ছিলেন যথেষ্ট খ্যাতির অধিকারী ।[১] উল্লেখ্য, নসিহৎনামা নামক অন্য আরেকটি গ্রন্থের রচয়িতা হলেন শেখ পরান (১৫৫০-১৬১৫)।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলা একাডেমি চরিতাভিধান, তৃতীয় সংস্করণ, ২০১১, পৃষ্ঠা ৩২-৩৩
  2. "মধ্যযুগের পুঁথি সাহিত্যে ব্যবহৃত সনসমূহের আলোকে বঙ্গাব্দের অবস্থান"। দৈনিক পূর্বদেশ। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২০ 
  3. "বাংলা সাহিত্য"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২০