আন্দ্রেয়া মেজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্ড্রেয়া মেজা
২০১৭ সালে অ্যান্ড্রেয়া মেজা
জন্ম
আলমা অ্যান্ড্রেয়া মেজা কারমোনা আলমা অ্যান্ড্রেয়া মেজা কারমোনা

(1994-08-13) ১৩ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯)
মেক্সিকো সিটি , মেক্সিকো
মাতৃশিক্ষায়তনচিহুহুয়ার বিশ্ববিদ্যালয় (বিএস)
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
উপাধিমিস চিহুহুয়ারা ২০১৬
মিস মেক্সিকো ২০১৭
মিস মেক্সিকো চিহুহুয়ারা ২০২০
মেক্সিকান ইউনিভার্স ২০২০
মিস ইউনিভার্স ২০২০

আলাম আন্ড্রেয়া মেজা কারমোনা (জন্ম ১৩ আগস্ট ১৯৯৪) হচ্ছে একজন মেক্সিকীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোনামধারী, যিনি মিস ইউনিভার্সের ২০২০ সালে মুকুট অর্জন করেছেন। এই শিরোপা জয়ে তিনি মিস ইউনিভার্স জয়ী তৃতীয় মেক্সিকীয় মহিলা হয়েছেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

২০২০ সালের মিস ইউনিভার্স হলেন অ্যান্ড্রিয়া মেজা। বিশ্বের ৬৯তম মিস ইউনিভার্স হলেন তিনি।

তাঁর পুরো নাম আলমা অ্যান্ড্রিয়া মেজা কারমোনা। ২৬ বছরের এই তরুণীর জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। বোনের মধ্যে বড় অ্যান্ড্রিয়া। স্কুলের গণ্ডি পেরনোর পর চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয় থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তিনি। ২০১৭ সালে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করে মেক্সিকোর একটি সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন তিনি।[১]

মিস ইউনিভার্স বিজয়[সম্পাদনা]

২০১৫ সাল থেকে মডেলিং করতে শুরু করেছিলেন অ্যান্ড্রিয়া। ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী হিসাবে নির্বাচিত হন তিনি। ওই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচে পৌঁছেছিলেন তিনি।

২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ড মেক্সিকো হন। এর পর ওই বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছিলেন। ওই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানুসি চিল্লর। অ্যান্ড্রিয়া দ্বিতীয় হয়েছিলেন। মিস ইউনিভার্স ২০২০-তে অংশ নেন তিনি। ২০২০ সালের প্রতিযোগিতা অতিমারির কারণে স্থগিত ছিল এত দিন। ১৬ মে সেটি সম্পন্ন হয় ফ্লোরিডার একটি হোটেলে। ৭৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে প্রথম ২১ জনে উঠে আসা। তার পর প্রথম ১০ জনের মধ্যে চলে আসা। তারপর প্রথম ৫ জনের মধ্যে জায়গা করে নেওয়া এবং অবশেষে মিস ইউনির্ভাসের শিরোপা মাথায় তুলে নেন তিনি।

বিচারকেরা তাঁকে প্রশ্ন করেন, নিজের দেশের নেতা হলে কী ভাবে এই অতিমারি পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতেন? অ্যান্ড্রিয়া জানান, তিনি নেতা হলে সংক্রমণ অনেকটা ছড়ানোর আগেই লকডাউন করে দিতেন। কারণ তিনি মনে করেন অতিমারির সঙ্গে লড়ার এটাই একমাত্র উপায়। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
টেমপ্লেট:দেশের উপাত্ত Mexico City Ana Girault
Miss Mexico
2017
উত্তরসূরী
টেমপ্লেট:দেশের উপাত্ত Mexico City Vanessa Ponce
পূর্বসূরী
মার্কিন যুক্তরাষ্ট্র Audra Mari
Miss World Americas
2017
উত্তরসূরী
পানামা Solaris Barba
পূর্বসূরী
ডোমিনিকান প্রজাতন্ত্র Yaritza Reyes
Miss World 1st Runner-up
2017
উত্তরসূরী
থাইল্যান্ড Nicolene Limsnukan
পূর্বসূরী
টেমপ্লেট:দেশের উপাত্ত Jalisco Sofía Aragón
Mexicana Universal
2020
উত্তরসূরী
Incumbent
পূর্বসূরী
দক্ষিণ আফ্রিকা Zozibini Tunzi
Miss Universe
2020
উত্তরসূরী
Incumbent