আন্তঃরাষ্ট্রীয় তাত্ত্বিক বিজ্ঞান কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক তাত্ত্বিক বিজ্ঞান কেন্দ্র
ধরনগবেষণা প্রতিষ্ঠান
স্থাপিত২০০৭
পরিচালকস্পেন্টা ওয়াডিয়া[১]
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটhttp://www.icts.res.in

আন্তর্জাতিক তাত্ত্বিক বিজ্ঞান কেন্দ্র (ইংরাজী: International Centre for Theoretical Sciences) টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠানর দ্বারা স্থাপিত একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রটি বেঙ্গালুরু শহরের হেসারাঘাটা অঞ্চলে অবস্থিত। [২] এই গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্য হল উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণার জন্য সমান প্রতিষ্ঠান সৃষ্টি করা। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে অবস্থিত কাবলি ইনস্টিটিউট ফর থিয়োরিটিক্যাল ফিজিক্স এবং ইটালীর ট্রিয়েষ্টে অবস্থিত আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরিটিক্যাল ফিজিক্সের অনুপ্রেরণায় এই গবেষণা কেন্দ্রটি তৈরী হয়েছে। [৩] এই গবেষণা কেন্দ্রটির প্রথম সঞ্চালক হিসাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী স্পেন্টা ওয়াডিয়া কে নিয়োগ করা হয়। বর্তমান সঞ্চালক হচ্ছেন বিখ্যাত স্ট্রিং থিয়োরিস্ট রাজেশ গোপাকুমার।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. DNA Correspondent (অক্টোবর ১৮, ২০০৮)। "TIFR centre in B'lore to be operational in 2 years"DNA India। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১০ 
  2. Hunasavadi, Srikanth (সেপ্টেম্বর ১৭, ২০১০)। "Bangalore now eyes India's nano tech hub status"DNA India। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১০ 
  3. "Karnataka Govt gives 17.35 acres of land to TIFR"The Hindu। অক্টোবর ২৯, ২০০৮। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]