আন্ডার দ্য স্কিন (২০১৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্ডার দ্য স্কিন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকজনাথান গ্লাজার
প্রযোজকজেমস উইলসন
নিক উইসলার
উৎসআন্ডার দ্য স্কিন
শ্রেষ্ঠাংশেস্কার্লেট জোহ্যানসন
সুরকারমিকা লিভ
সম্পাদকপাওল ওয়াটস
প্রযোজনা
কোম্পানি
ব্রিটিল ফিল্ম ইন্সটিটিউট
ফিল্ম৪
পরিবেশকস্টুডিওকানাল (যুক্তরাষ্ট্র)
A24 (যুক্তরাজ্য)
মুক্তি২৯ আগস্ট ২০১৩ (টেলুরাইড)
১৪ মার্চ ২০১৪ (যুক্তরাজ্য)
স্থিতিকাল১০৮ মিনিট [১]
দেশযুক্তরাজ্য[২]
সুইজারল্যান্ড[২]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৩.৩ মিলিয়ন[৩]

আন্ডার দ্য স্কিন ২০১৩-এর একটি কল্পবিজ্ঞান ভৌতিক চলচ্চিত্র। এটি ২০০০ সালে প্রকাশিত মাইকেল ফেবারের উপন্যাস আন্ডার দ্য স্কিন অবলম্বনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি ২০১৩ সালে টেলুরাইড ফিল্ম ফেস্টিবলে এবং ২০১৪ সালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এটি সমালোচকদের দ্বারা বেশ প্রশংসা লাভ করে। এছাড়াও বিভিন্ন জরিপে এটি সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।

নির্মাণ ও মুক্তি[সম্পাদনা]

আন্ডার দ্য স্কিন চলচ্চিত্রটি নির্মাণ করেছে ফিল্ম৪ প্রডাকশন, দ্য ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট, স্কটিশ স্ক্রিন, সিলভার রীল এবং ফিল্ম ন্যাশন এন্টারটেইনমেন্ট। এটি ২০১৩ সালে টেলোরাইড ফিল্ম ফেস্টিবলে বের হয়। চলচ্চিত্রটি ১৪ মার্চ ২০১৪ তারিখে যুক্তরাজ্যে[৪] এবং ৪ এপ্রিল ২০১৪ যুক্তরাষ্ট্রে মুক্তি পায়[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]