আদিম (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদিম
আদিম সিনেমার পোস্টার
পরিচালকযুবরাজ শামীম
প্রযোজকগণঅর্থায়ন
রচয়িতাযুবরাজ শামীম
শ্রেষ্ঠাংশে
  • বাদশা
  • সোহাগী
  • দুলাল
চিত্রগ্রাহকআমির হামযা
প্রযোজনা
কোম্পানি
রসায়ন
মুক্তি
  • ২৬ মে ২০২৩ (2023-05-26)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

আদিম ২০২৩ সালের যুবরাজ শামীম পরিচালিত বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠ বস্তির মানুষের গল্প অবলম্বনে নির্মিত।[১] এটি পরিচালক যুবরাজ শামীম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত এবং সহপ্রযোজক হিসেবে আছে সিনেমাকার ও লোটাস ফিল্ম। মূখ্য চরিত্রে বাদশা, দুলাল, সোহাগী ও সাদেক অভিনয় করেছে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা ও সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।[২]

পটভূমি[সম্পাদনা]

ল্যাংড়ার ভাসমান জীবন, যেখানেই যায় সেখানেই নতুন সম্পর্কে জড়িয়ে যায়। বস্তির ছিঁচকে মাদকব্যাবসায়ী কালার স্ত্রী সোহাগীর সাথে ল্যাড়া এক নামহীন সম্পর্কে জড়িয়ে পড়ে। কালা বিষয়টি জানতে পারলে সেই সম্পর্ক নিয়ে তৈরী হয় জটিলতা। এই জটিলতা ল্যাংড়া আঁচ করতে পারলেও, সে মনের অজান্তেই আরো এমন বহু জটিলতা তৈরী করে, যা তার জীবনে রূপকথার গল্প হয়ে ধরা দেয়।

অভিনয়শিল্পী[সম্পাদনা]

  • বাদশা - ল্যাংড়া
  • সোহাগী - সোহাগী
  • দুলাল - কালা
  • সাদেক

নির্মাণ[সম্পাদনা]

২০১৭ সালের জুলাই থেকে সিনেমা নির্মাণের প্রস্তুতি শুরু করেন পরিচালক। সিনেমার অর্থায়নের জন্য ফেসবুকে শেয়ার বিক্রির পোস্ট দেন। কিছু অর্থ জোগাড় হওয়ার পর ২০১৮ সালে শুরু হয় শুটিং। পাত্র-পাত্রীদের কেউ পেশাদার অভিনয়শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা।

মুক্তি[সম্পাদনা]

১২ মে দেশে মুক্তির কথা ছিল ‘আদিম’ সিনেমাটির। কিন্তু নির্মাতা মস্কো আন্তর্জাতিক উৎসবে থাকায় প্রচারে সময় দিতে না পারায়।[৩] মুক্তির তারিখ পিছিয়ে ২৬শে মে নির্ধারণ করা হয়।[২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

চলচ্চিত্রটি 'মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র পুরস্কার পেয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিউজ, সময়। "'আদিম' নিয়ে আরও একটি সুখবর | বিনোদন"Somoy News। ২০২৩-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৯ 
  2. "২৬ মে মুক্তি পাচ্ছে 'আদিম'"www.kalerkantho.com। ২০২৩-০৫-০৮। ২০২৩-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৯ 
  3. নিউজ, সময়। "'আদিম' নিয়ে আরও একটি সুখবর | বিনোদন"Somoy News। ২০২৩-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৯ 
  4. "মস্কোজয়ী 'আদিম'র জন্য অপেক্ষা বাড়লো দুই সপ্তাহ"Bangla Tribune। ২০২৩-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • বাংলা মুভি ডেটাবেজে আদিম উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন