আদনান আল-হুসাইনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আদনান গালেব আল-হুসাইনি (আরবি: عدنان غالب الحسيني; জন্ম: ১৯৪৬) জেরুজালেমের ফিলিস্তিনি গভর্নর[১] এবং ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত কুদস গভর্নরেট ছিলেন।[২] পরবর্তীতে আদনান গাইথ তার স্থলাভিষিক্ত হন। এছাড়াও তিনি ওয়াকফ সুপারভাইজার এবং ফিলিস্তিন ন্যাশনাল অথরিটি হায়ার কাউন্সিল অফ ট্যুরিজমের সদস্য। তিনি জেরুজালেমের সুপরিচিত আল-হুসাইনি পরিবারের অন্তর্গত, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

ইতিহাস[সম্পাদনা]

১৯৭১ সালে, আল-হুসাইনি মিশরের কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে বিএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জেরুজালেম ইসলামিক ওয়াকফের জেনারেল ম্যানেজার এবং সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। তিনি ১৯৯৯-২০০২ সালে ফিলিস্তিনি অঞ্চলে ফিলিস্তিনি হাউজিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সাল থেকে, তিনি পর্যটনের উচ্চ পরিষদের সদস্য ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rudoren, Jodi (২১ সেপ্টেম্বর ২০১৩)। "Jews Challenge Rules to Claim Heart of Jerusalem"The New York Times। পৃষ্ঠা 2। : 'Adnan Hussein, the Palestinian governor of Jerusalem.'
  2. "Mapping Palestinian Politics"। European Council on Foreign Relations। 

বহিঃসংযোগ[সম্পাদনা]