আইউমি নিয়েকাওয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইউমি নিয়েকাওয়া
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-05-12) ১২ মে ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান শিযুওকা প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৯৪ মিটার (৬ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
উরাওয়া রেড ডায়মন্ডস
জার্সি নম্বর ১৬
যুব পর্যায়
২০০৭–২০১২ হুবিলো ইওয়াতা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৯ হুবিলো ইওয়াতা (০)
২০১৪–২০১৫জে লিগ অনূর্ধ্ব-২২ (ধার) ২১ (০)
২০১৬সাগান তোসু (ধার) (০)
২০১৭তেস্পাকুসাতসু গুনমা (ধার) ১১ (০)
২০১৮–২০১৯আসুল ক্লারো নুমাজু (ধার) ৫৬ (০)
২০২০–২০২১ মিতো হলিহক ৬০ (০)
২০২২– উরাওয়া রেড ডায়মন্ডস (০)
জাতীয় দল
২০১১ জাপান অনূর্ধ্ব-১৭ (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:০৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আইউমি নিয়েকাওয়া (জাপানি: 牲川 歩見, ইংরেজি: Ayumi Niekawa; জন্ম: ১২ মে ১৯৯৪) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২][৩]

২০১১ সালে, নিয়েকাওয়া জাপান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আইউমি নিয়েকাওয়া ১৯৯৪ সালের ১২ই মে তারিখে জাপানের শিযুওকা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

নিয়েকাওয়া জাপান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "トップチーム" [শীর্ষ দল – উরাওয়া রেড ডায়মন্ডস]। urawa-reds.co.jp (জাপানি ভাষায়)। সাইতামা, বৃহত্তর টোকিও অঞ্চল, জাপান: উরাওয়া রেড ডায়মন্ডস। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  2. "TEAM PROFILE – URAWA RED DIAMONDS" [দলের প্রোফাইল – উরাওয়া রেড ডায়মন্ডস]। urawa-reds.co.jp (ইংরেজি ভাষায়)। সাইতামা, বৃহত্তর টোকিও অঞ্চল, জাপান: উরাওয়া রেড ডায়মন্ডস। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  3. "Urawa Red Diamonds – J.LEAGUE" [উরাওয়া রেড ডায়মন্ডস – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ২৭ জুলাই ২০২২। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]