অ-নবায়নযোগ্য শক্তি

একটি কয়লা খনি ইয়মিং, মার্কিন যুক্তরাষ্ট্র এর কয়লা, কয়েক মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে উৎপাদিত হ'ল এটি একটি মানবিক সময়ের স্কেল একটি সীমাবদ্ধ এবং পুনর্নবীকরণযোগ্য সম্পদ
অ-নবায়নযোগ্য শক্তি হলো এমন ধরনের জ্বালানি বা শক্তি যা নবায়ন করা যায় না এবং ব্যবহারের সঙ্গে সঙ্গে এর মজুত কমতে থাকে এবং সঞ্চয় সীমিত হওয়ার দরুন তা একসময় নিঃশেষ হয়ে যায়।[১] অ-নবায়নযোগ্য শক্তি এমন উৎস থেকে আসে যা শেষ হয়ে যায় বা পুনরায় তৈরি হতে লেগে যায় আমাদের জীবনকাল, এমনকি অনেকগুলি বহু জীবনকালেও এটিকে পুনরায় পূরণ করা যায় না।[২]
শ্রেণিবিভাগ[সম্পাদনা]
প্রায় সকল প্রকার জীবাশ্ম জ্বালানি এ শ্রেণির অন্তর্ভুক্ত।[১] এদের মধ্যে রয়েছেঃ
গঠন প্রক্রিয়া[সম্পাদনা]
সকল জীবাশ্ম জ্বালানি কার্বন বিভিন্ন প্রকরণ; যা দীর্ঘসময় ধরে (৩৬০-৩০০ মিলিয়ন বছর পূর্বে) গঠিত হয়েছে প্রাচীন পৃথিবীস্থ উদ্ভিদের বিভিন্ন অংশ হতে ভূ-গর্ভস্থ চাপ ও তাপের কারণে।[২]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ রফিকুল ইসলাম (জানুয়ারি ২০০৩)। "অ-নবায়নযোগ্য শক্তি"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "non-renewable energy"। National Geographic Society। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- অ-নবায়নযোগ্য শক্তি - সোলার স্কুল সাইটে।