বিষয়বস্তুতে চলুন

অ্যামেচিও ওর্তেগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যামেচিও ওর্তেগা
জন্ম
অ্যামেচিও ওর্তেগা গওনা

২৮ মার্চ, ১৯৩৬ (৭৭ বছর)
বাসডঙ্গো, লিয়ন, স্পেন
জাতীয়তাস্প্যানিশ
পেশাব্যাবসায়ী
পরিচিতির কারণইন্ডিটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, তৃতীয় শীর্ষ ধনী (২০১৩)
বোর্ড সদস্যইন্ডিটেক্স (সিইও)
দাম্পত্য সঙ্গী
  • রোসালীয়া ম্যারা (তালাক)
  • ফ্লোরা প্যারেজ মার্কোটো (২০০১)
সন্তান
  • সান্ড্রা ওর্তেগা ম্যারা
  • মার্কোস ওর্তেগা ম্যারা
  • মার্তা ওর্তেগা প্যারেজ
স্বাক্ষর

অ্যামেচিও ওর্তেগা একজন স্প্যানিশ ফ্যাশন নির্বাহী এবং ইন্ডিটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ইন্ডিটেক্স, ইন্ডিটেক্স ব্র্যান্ডের অঙ্গপ্রতিষ্ঠান জারা নামেই বেশি পরিচিত। তিনি ২০১৩ সালের প্রথম দিকে $৫৭ বিলিয়ন নগদ সম্পত্তি নিয়ে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের[] শীর্ষ ধনী তালিকায় তৃতীয় স্থানটি দখল করেন। ২০১৫ সালে অ্যামেচিও ওর্তেগা $৬৪.৫ বিলিয়ন নগদ সম্পত্তি নিয়ে ফোর্বসের শীর্ষ ধনী তালিকায় চতুর্থ স্থানটি দখল করেন।

জীবনী

[সম্পাদনা]

ওর্তেগার জন্ম ১৯৩৬ সালে, নর্থ স্পেনে। বাবা রেলওয়ে বিভাগে শ্রমিক ছিলেন। মা বিভিন্ন বাসায় কাজ করে অর্থ উপার্জন করতেন। এমনই দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন ওর্তেগা। কিন্তু পড়াশোনায় ছোটবেলা থেকেই আগ্রহী ছিলেন তিনি। মাত্র ১৩ বছর বয়স থেকেই অর্থের অভাবে বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতে হযয়েছিল। 'জারা' ব্র্যান্ডের মাধ্যমে পুরো বিশ্বকে নতুন ডিজাইনের পোশাক উপহার দিয়েছেন আর বিনিময়ে পারিশ্রমিক হিসেবে অর্থ উপার্জন করে বিল গেটসের পরের স্থানেই নিজের জায়গা করে নিয়েছেন।[]

ওর্তেগা ১৯৭৫ সালে লা চরুনা শহরে সর্বপ্রথম 'জারা' নামে একটি শোরুম খোলেন। ১৯৮৮ সালে পর্তুগালে, ১৯৮৯ সালে আমেরিকায় শোরুম খোলেন। ২০১২ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী জারার সারা বিশ্বে এক হাজার ৭২১টি শোরুম আছে।

  • Blanco, Xabier (২০০৪)। Amancio Ortega, de cero a Zara: El primer libro de investigación sobre el imperio Inditex। Esfera de los Libros। পৃষ্ঠা 271। আইএসবিএন 978-8-497-34167-7  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The World's Billionaires"http://www.forbes.comForbes। March 2013। সংগ্রহের তারিখ March 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |কর্ম= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. http://www.bd-pratidin.com/?view=details&type=single&pub_no=1026&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=10-03-2013
ব্যবসা অবস্থান
নতুন পদবী ইন্ডিটেক্স গ্রুপের চেয়ারম্যান
(১৯৮৫-২০১১)
উত্তরসূরী
পাবলো ইজলা