অ্যান হ্যাভার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান হ্যাভার্টি
স্থানীয় নাম
ইংরেজি: Anne Haverty
জন্ম১৯৫৯ (বয়স ৬৪–৬৫)
হলিক্রস, কাউন্টি টিপারেরি, আয়ারল্যান্ড
পেশাঔপন্যাসিক, কবি, সাংবাদিক
শিক্ষাট্রিনিটি কলেজ ডাবলিন, দ্য সর্বন
ধরনউপন্যাস, কবিতা
উল্লেখযোগ্য রচনাবলিপূর্ণ তালিকা
দাম্পত্যসঙ্গীঅ্যান্থনি ক্রনিন

অ্যান হ্যাভার্টি (ইংরেজি: Anne Haverty; জন্ম: ১৯৫৯) একজন আইরিশ ঔপন্যাসিক, কবি ও সাংবাদিক।[১] হ্যাভার্টি ট্রিনিটি কলেজ ডাবলিনদ্য সর্বনে পড়াশোনা করেন এবং ১৯৯২ সালে ডেনমার্কের এবেলটফটের ইউরোপিয়ান ফিল্ম স্কুলে বৃত্তি পান। হ্যাভার্টির উপন্যাস ওয়ান ডে অ্যাজ আ টাইগার ১৯৯৭ সালে আইরিশ সাহিত্যে রুনি পুরস্কার অর্জন করে।[২]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

অ্যান হ্যাভার্টি ১৯৫৯ সালে আয়ারল্যান্ডের কাউন্টি টিপারেরির হলিক্রসে জন্মগ্রহণ করেন।[৩] তিনি ট্রিনিটি কলেজ ডাবলিনদ্য সর্বনে পড়াশোনা করেন।[৪] তিনি ১৯৯২ সালে ডেনমার্কের এবেলটফটের ইউরোপিয়ান ফিল্ম স্কুলে বৃত্তি পান।[১]

কর্মজীবন[সম্পাদনা]

হ্যাভার্টির প্রথম উপন্যাস ওয়ান ডে অ্যাজ আ টাইগার (১৯৯৭) নব্বইয়ের দশকে একটি মধ্যবিত্ত কৃষক পরিবারের হাস্যকর এবং নির্ভুল ব্যবচ্ছেদ নিয়ে রচিত। এই বইটি ১৯৯৭ সালে আইরিশ সাহিত্যে রুনি পুরস্কার অর্জন করে এবং হুইটব্রেড প্রথম উপন্যাস পুরস্কারের ক্ষুদ্রতালিকায় ছিল।[৫] হ্যাভার্টির প্রথম কবিতার সংকলন দ্য বিউটি অব দ্য মুন ১৯৯৯ সালে প্রকাশিত হয়। হাস্যরসের সাথে ভাষার প্রাণবন্ততা ও সততা এবং সমসাময়িক বিষয়বস্তু বইটিকে অন্যদের থেকে আলাদা করে। ডেরেক মাহন বইটিকে "আমাদের হতাশ বয়সের জন্য একটি গানের কণ্ঠস্বর" বলে উল্লেখ করেন।[৫]

হ্যাভার্টির দ্বিতীয় উপন্যাস দ্য ফার সাইড অব আ কিস ২০০০ সালে প্রকাশিত হয়। এতে উইলিয়াম হ্যাজলিটের লিবর আমোরিস (১৮২৩)-এর নির্দয়ভাবে প্রহার করা গৃহপরিচারিকা সারা ওয়াকার চরিত্রটিকে পুনরায় দেখা যায়। এই উপন্যাসে নারীর দৃষ্টিকোণ থেকে ব্রিটিশ সাহিত্যের এই ধ্বংসাবশেষের সূক্ষ্ম পুনঃকল্পনাকে কিছু প্রভাবশালী (পুরুষ) ব্রিটিশ সমালোচক প্রশ্নবিদ্ধ করেন, কিন্তু দি আইরিশ টাইমস বইটিকে চমকপ্রদ, পরিশীলিত সৃষ্টিকর্ম বলে উল্লেখ করে।[৫] ছয় বছর পর তার তৃতীয় উপন্যাস দ্য ফ্রি অ্যান্ড ইজি (২০০৬) প্রকাশিত হয়।[৫]

২০১৮ সালে তার কবিতা সংকলন আ ব্রেক ইন দ্য জার্নি প্রকাশিত হয়। দি আইরিশ টাইমস-এ এক সমালোচনায় লেখা হয় যে এই বইয়ের কবিতাসমূহে "কাতরতা, সম্পর্কের দূরত্ব ও আনন্দ রয়েছে।"[৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হ্যাভার্টি ইসডানার সদস্য।[৪] তিনি লেখক অ্যান্থনি ক্রনিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৭]

সাহিত্যকর্মের তালিকা[সম্পাদনা]

অ-কল্পকাহিনী[সম্পাদনা]

  • অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ: আ বায়োগ্রাফি অব কনস্ট্যান্স মার্কিভিৎজ (১৯৮৯ ও ২০১৬)
  • এলিগ্যান্ট টাইমস: আ ডাবলিন স্টোরি (১৯৯৫)

উপন্যাস[সম্পাদনা]

  • ওয়ান ডে অ্যাজ আ টাইগার (১৯৯৭)
  • দ্য ফার সাইড অব আ কিস (২০০০)
  • দ্য ফ্রি অ্যান্ড ইজি (২০০৬)

কবিতা সংকলন[সম্পাদনা]

  • দ্য বিউটি অব দ্য মুন (১৯৯৯)
  • আ ব্রেক ইন দ্য জার্নি (২০১৮)

অনুবাদ[সম্পাদনা]

  • তাইগ্রে পোর উন দিয়া (১৯৯৮)
  • এইন টাগ আলস টাইগার (২০০২)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Literary Ark :: Participants :: ANNE HAVERTY"লিটারেরি আর্ক। ২০১৬-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  2. "Book Ireland Literature Exchange (ILE) - Anne Haverty" (ইংরেজি ভাষায়)। আয়ারল্যান্ড লিটারেচার। ১৩ আগস্ট ২০১৯। ২০১৬-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  3. ফলি, ক্যাথরিন। "It's a write-on crowd"দি আইরিশ টাইমস। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  4. "Aosdána"aosdana.artscouncil.ie। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  5. মেগান, মেনচান (১৩ জুলাই ২০১৫)। "In praise of Anne Haverty by Manchán Magan"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  6. ম্যাকঅউলিফ, জন (২৮ জুলাই ২০১৮)। "Poetry: from Anne Haverty's wry sensibility to Seamus Heaney's family affair"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  7. "Miriam Meets.... Anthony Cronin and Anne Haverty"আরটিই (ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]