অ্যাগনেস আতিম আপেয়া
অবয়ব
অ্যাগনেস আতিম আপেয়া | |
---|---|
জন্ম | উগান্ডা |
জাতীয়তা | উগান্ডীয় |
অন্যান্য নাম | "ধান মাতা" |
মাতৃশিক্ষায়তন | রিডিং বিশ্ববিদ্যালয় উগান্ডা মার্টয়ার্স বিশ্ববিদ্যালয় |
পেশা | সামাজিক উদ্যোক্তা |
পরিচিতির কারণ | হোপ ডেভেলপমেন্ট ইনিশয়েটিভের প্রতিষ্ঠাতা |
ওয়েবসাইট | agnesapea |
অ্যাগনেস আতিম আপেয়া হলেন উগান্ডার একজন সামাজিক উদ্যোক্তা। ২০১৭ সালে তিনি বিবিসি ১০০ নারী র তালিকায় স্থান পেয়েছিলেন।
জীবনী
[সম্পাদনা]অ্যাগনেস আতিম আপেয়া উগান্ডার মার্টয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[১]
তিনি উগান্ডায় স্থানীয় সরকার অর্থায়ন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি হোপ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা এবং সিইও।[২] হোপ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ দেশটির নারী খামারিদের মাঝে ধান উৎপাদন প্রসারে কাজ করে যাচ্ছে। তার প্রতিষ্ঠানের এহেন কর্মকাণ্ডের দরুন তাকে "ধান মাতা" বলে অভিহিত করা হয়ে থাকে।[৩] হোপ ডেভেলপমেন্ট ইনশিয়েটিভ ধান ছাড়াও ভেজিটেবল অয়েল ও কাসাভা পণ্য নিয়েও কাজ করে চলেছে।[১]
সম্মাননা
[সম্পাদনা]২০১৭ সালে তাকে বিবিসি ১০০ নারী র তালিকায় স্থান দেওয়া হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Agnes Atim Apea, PhD"। The Global Ambassadors Program। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।
- ↑ "Agnes Atim Apea"। Institute for the Study of Human Rights। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।
- ↑ Emorut, Francis (১০ অক্টোবর ২০১৭)। "Ugandan among most innovative women in the world"। New Vision। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।
- ↑ "BBC 100 Women 2017: Who is on the list?"। BBC News। ১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।