অস্তিত্ব (২০০০-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্তিত্ব
অস্তিত্ব চলচ্চিত্রের থিয়েটার রিলিজ পোস্টার
থিয়েটার রিলিজ পোস্টার
পরিচালকমহেশ মাঞ্জরেকর
প্রযোজকরাহুল সুচন্দ
রচয়িতাইমতিয়াজ হোসেন
মহেশ মাঞ্জরেকর
চিত্রনাট্যকারমহেশ মাঞ্জরেকর
কাহিনিকারমহেশ মাঞ্জরেকর
শ্রেষ্ঠাংশেতাবু
শচীন খেদকর
মোহনিশ বেহল
রবীন্দ্র মানকানি
স্মৃতি জয়কর
সুনীল বার্ভী
নম্রতা শিরোদকর
সুরকাররাহুল রানাদে
সুখবিন্দর সিং
চিত্রগ্রাহকবিজয় অরোরা
সম্পাদকভি. এন. মায়েকর
মুক্তি
  • ৬ ফেব্রুয়ারি ২০০০ (2000-02-06) (ভারত)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশভারত
ভাষামারাঠি, হিন্দি

অস্তিত্ব (meaning existence, identity) মহেশ মাঞ্জরেকর রচিত ও পরিচালিত ২০০০ সালের একটি দ্বিভাষিক চলচ্চিত্র যা একযোগে মারাঠিহিন্দি ভাষায় তৈরি করা হয়। চলচ্চিত্রটিতে অদিতি পণ্ডিত একজন বিবাহিত সুখী মহিলা তার স্বামী শ্রীকান্ত তার কাছে সন্দেহজনক হয়ে উঠে যখন তিনি অপ্রত্যাশিতভাবে তার প্রাক্তন সঙ্গীত শিক্ষক মালহর কোমতের কাছে শিক্ষা নেন। সঙ্গীত ক্লাস শেষ হওয়ার অনেক বছর পরে, শ্রীকান্ত পণ্ডিত কেন কোমতের থেকে উত্তরাধিকার পেয়েছেন তা বের করার চেষ্টা করেন এবং পরবর্তীতে এটি আবিষ্কার করেন।

অস্তিত্ব ২০০০ সালে ম্যারাঠি সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। [১]

কাহিনী[সম্পাদনা]

গল্পটা ছিল একজন গৃহবধূ অদিতি ও তার যৌনতাকে ঘিরে। অদিতির স্বামী সারাদিন কাজের সূত্রে বাইরে থাকতেন। বাড়ি ফিরে স্ত্রীয়ের সঙ্গে যৌন মিলনে ছিল তাঁর তীব্র অনীহা। সেখান থেকেই অদিতি পরবর্তীতে তার গানের শিক্ষকের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু শুধুই যৌনতা। কোনও রকম সম্পর্কে যেতে সে নারাজ। কিন্তু শেষ পর্যন্ত সে স্বামী ছেলেকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। যখন তারা অদিতির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। সংসারের প্রতি তার ভালোবাসার কোনও মর্যাদা দেয় না।

অভিনয়ে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]