অস্কার কাস্তেলো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অস্কার কাস্তেলো (২০ মে ১৯০৩ - ২০ জুন ১৯৮২) ম্যানিলা কোর্টের একজন বিচারক এবং ফিলিপাইনের জাতীয় প্রতিরক্ষা সচিব ছিলেন। কাবানাতুয়ান, নুয়েভা ইসিজাতে জন্মগ্রহণ করেন, ক্যাস্টেলো সান জুয়ান দে লেট্রানে এবং পরে এসকুয়েলা দে ডেরেচোতে নথিভুক্ত হন। তিনি ১৯২৭ সালে ফিলিপাইন বারে ভর্তি হন এবং ইংরেজি ও স্পেনীয় ভাষায় সমানভাবে পারদর্শী ছিলেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, যেখানে তিনি ২০ জুন, ১৯৮২ সালে ৭৯ বছর বয়সে মারা যান [১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "California, Death Index, 1940-1997"। FamilySearch। জুন ২০, ১৯৮২। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]