অলবার্সের হেঁয়ালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলবার্সের কূটাভাসের প্রতিরূপ।

জার্মান জ্যোতির্বিজ্ঞানী হাইনরিখ অলবার্স ১৮২৬ সালে এই কূটাভাসটি আবিষ্কার করেন। খুব সাধারণ একটি প্রশ্ন নিয়ে এই কূটাভাসটি তৈরি হয়েছে। তা হলো: "রাতের আকাশ অন্ধকার কেন?" মহাবিশ্ব যদি সুষমভাবে তারাপূর্ণ হতো তাহলে যেদিকেই তাকাই না কেন আমাদের দৃষ্টি কোন না কোন তারার পৃষ্ঠে গিয়ে পৌঁছানোর কথা আর সেক্ষেত্রে রাতের আকাশ অন্ধকার হওয়ার কথা নয়। এই প্রশ্নের উত্তর দিতে যেয়েই কূটাভাসটির সৃষ্টি।

পাদটীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]