বিষয়বস্তুতে চলুন

অর্জুন লাল জাঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অর্জুন লাল জাঠ (জন্ম ৭ই ফেব্রুয়ারি ১৯৯৭) একজন ভারতীয় পেশাদার রোয়ার। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত।[]। অর্জুনের জন্ম ১৯৯৭ সালের ৭ই ফেব্রুয়ারি রাজস্থানের চুরু জেলার নয়াবাস গ্রামে। ভারতীয় স্থলসেনাবাহিনীতে যোগ দেওয়ার পরেই তার রোয়িং-য়ের প্রতি আগ্রহ জন্মায়।

২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক

[সম্পাদনা]

জাপানের টোকিওর এশিয়া / ওশেনিয়া কন্টিনেন্টাল কোয়ালিফাইং রিগাট্টা ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জনের পরে এশিয়ান- ওশেনিয়া কোটার বরাদ্দ নিয়ে অর্জুন এবং অরবিন্দ ২০২০ টোকিও অলিম্পিকের জন্যে যোগ্যতা অর্জন করেন। তিনি পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।[][][][][][][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]