অরুমবক্কম

স্থানাঙ্ক: ১৩°০৪′২৫″ উত্তর ৮০°১২′২৩″ পূর্ব / ১৩.০৭৩৫৪° উত্তর ৮০.২০৬৩৯° পূর্ব / 13.07354; 80.20639
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুমবক্কম
அரும்பாக்கம்
চেন্নাইয়ের অঞ্চল
অরুমবক্কম চেন্নাই-এ অবস্থিত
অরুমবক্কম
অরুমবক্কম
অরুমবক্কম তামিলনাড়ু-এ অবস্থিত
অরুমবক্কম
অরুমবক্কম
অরুমবক্কম
স্থানাঙ্ক: ১৩°০৪′২৫″ উত্তর ৮০°১২′২৩″ পূর্ব / ১৩.০৭৩৫৪° উত্তর ৮০.২০৬৩৯° পূর্ব / 13.07354; 80.20639
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
সরকার
 • শাসকসিএমডিএ
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০১০৬
যানবাহন নিবন্ধনTN-02 (টিএন-০২)
নগর পরিকল্পনাসিএমডিএ

অরুমবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার পশ্চিম দিকে অবস্থিত একটি লোকালয়। প্রাথমিকভাবে এটি আবাসিক অঞ্চল হলেও অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নত। এখানেই রয়েছে ডি জি ভি কলেজ[১] এখানে অবস্থিত চেন্নাই বোতলিং কোম্পানি, বা বহুলভাবে গোল্ড স্পট কোম্পানি[২] বর্তমানে গাড়ির এজেন্সিতে পরিণত হয়েছে। এই লোকালয়কে বেষ্টন করে রয়েছে কোয়মবেড়ু, আমাইন্দকরাই, সেনাইনগরআন্নানগর। এছাড়াও এখানে রয়েছে ৫০০ বছর পুরাতন বরদরাজ পেরুমাল মন্দির।

সম্প্রতি তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (বা টিএনপিসিপি)-এর দপ্তর এখানে গঠিত হয়। চেন্নাই মেট্রো রেল লিমিটেড অরুমবক্কমে দক্ষিণ এশীয় গেমস ক্ষেত্রের বিপরীতে পাইল ফাউন্ডেশন ওয়ার্ক শুরু করেছে। পূর্বতন ডেপুটি মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন এই প্রকল্পের সূত্রপাত করেন।[৩] এখানে রয়েছে রাজ্য ভারতের নির্বাচন কমিশনের রাজ্যস্তরে তামিলনাড়ু নির্বাচন কমিশনের সদরটি সিএমবিটি এর বিপরীতে অবস্থিত।

অঞ্চলটি কৈষিক জলে পরিপূর্ণ। স্থানীয়দের মতামত অনুযায়ী ১৯৬০ অবধি অরুমবক্কম ছিল আমচাষের জমি। এটি বর্তমানে চেন্নাই মধ্য লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নীচু জমি হওয়ার ১৯৯০ এর দশকের শেষ পর্যন্তও প্রায় সময়ে বৃষ্টিতে জলমগ্ন থাকত, পরে নিকাশী ব্যবস্থার উন্নতিসাধন হয়।[৪]

পরিবহন[সম্পাদনা]

কূবম নদীর দক্ষিণ তীরে ইভি আর রোড ও মুম্বাই হাইওয়ে সংলগ্ন এই লোকালয়টিতে সরাসরি কোনো মেট্রো স্টেশন না থাকলেও তিনদিক ঘিরে রয়েছে চেন্নাই মেট্রোর সবুজ লাইনের সাতটি স্টেশন। এগুলি হলো; সেনায়নগর, আন্নানগর পূর্ব, আন্নানগর টাওয়ার, তিরুমঙ্গলম, কোয়মবেড়ু, সিএমবিটিঅরুমবক্কম মেট্রো স্টেশন[৫] নিকটবর্তী রেলস্টেশনটি হলো নুঙ্গমবক্কম রেলওয়ে স্টেশন

তথ্যসূত্র[সম্পাদনা]