বিষয়বস্তুতে চলুন

অয়লার ইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
a, b, c কোণাবিশিষ্ট এবং d, e, fকর্ণবিশিষ্ট অয়লার ইঁট
মাত্রাসহ পাঁচটি আদিম অয়লার ইট

অয়লার ইট (Euler brick) হল বিশেষ এক ধরনের ঘনবস্তু যার ধার এবং পার্শ্বকর্ণ গুলো পূর্ণ সংখ্যা। বিখ্যাত গণিতবিদ লিওনার্দ অয়লার এর নামানুসারে এর নামকরণ করা হয়। প্রাথমিক(primitive) অয়লার ইট এর ধারগুলো সহ মৌলিক

অন্য কথায়, অয়লার ইট হল নিম্নলিখিত ডায়োফন্টাইন সমীকরণ ব্যবস্থার সমাধান।

ক্ষুদ্রতম অয়লার ইটের ধারগুলো হচ্ছে,

(a,b,c) = (240, 117, 44) []

এবং পার্শ্বকর্ণগুলো হলো: 267, 244, এবং 125

পল হ্যালকি(Paul Halcke) ১৭১৯ সালে এটি আবিষ্কার করেন।

অয়লার এই সমস্যার অন্ততঃ দুইটি পরামিতিক(ইংরেজি parametric) সমাধান খুঁজে পেয়েছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Weisstein, Eric W.। "Euler Brick"mathworld.wolfram.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫