অমিতা চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমিতা চট্টোপাধ্যায়
জন্ম (1950-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৫০ (বয়স ৭৩)
প্রধান আগ্রহ
বিজ্ঞানের দর্শন, যুক্তিবিজ্ঞান

অমিতা চট্টোপাধ্যায় (ইংরেজি: Amita Chatterjee) (জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৫০)[১] একজন ভারতীয় বিজ্ঞানের দার্শনিকযুক্তিবিদ। তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কগনিটিভ সায়েন্সের একজন ইমেরিটাস অধ্যাপক। দর্শনে তার অবদানের স্বীকৃতি জানানোর জন্য ২০১৯ সালে কুমতলা ভট্টাচার্য, মধুচন্দা সেন এবং স্মিতা ২ খণ্ডের মাইন্ড অ্যান্ড কগনিশন-অ্যান ইন্টারডিসিপ্লিনারি শেয়ারিং (অমিতা চট্টোপাধ্যায়ের সম্মানে প্রবন্ধ) নামক একটি ফেস্টস্ক্রিফ্ট প্রকাশ করে।[২]

জীবনী[সম্পাদনা]

অমিতা চট্টোপাধ্যায় কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন[৩] এবং ১৯৭৯ থেকে ২০১০ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ছিলেন। এই সময়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কগনিটিভ সায়েন্স কেন্দ্রের সমন্বয়ক এবং দর্শন বিভাগের প্রধান ছিলেন। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বিজ্ঞান ও প্রযুক্তির যুক্তিবিদ্যা, পদ্ধতি এবং দর্শন বিভাগের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু একাডেমিক জার্নালের সম্পাদক হিসাবে কাজ করেছেন, যার মধ্যে পূর্ব ও পশ্চিম দর্শন, পশ্চিমবঙ্গের গণিত এবং দর্শন ও কম্পিউটার বিজ্ঞানের যুক্তিবিদদের একটি গ্রুপ কলকাতা লজিক সার্কেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. DLMPST website: Past Council Members
  2. Bhattacharya, Kuntala; Sen, Madhucchanda (২০১৯)। Mind and cognition : essays in honour of Amita Chatterjee। D.K. Printworld। আইএসবিএন 978-8124609507 
  3. TwoCircles.net, India News; 6 October 2010; The Telegraph India; 6 October 2010
  4. "School of Cognitive Science, Jadavpur University"। ১৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৪