অমলেন্দু গুহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অমলেন্দু গুহ (৩০ জানুয়ারী ১৯২৪ - ৭ মে ২০১৫) ভারতের আসামের একজন ঐতিহাসিক, অর্থনীতিবিদ, এবং কবি ছিলেন।

অমলেন্দু গুহ ৩০ জানুয়ারী ১৯২৪ সালে মণিপুরের ইম্ফলে জন্মগ্রহণ করেন। তিনি এমএ পাস করেন প্রেসিডেন্সি কলেজ থেকে। তার শিক্ষাজীবনটি তেজপুরের দারং কলেজ থেকে শুরু করেছিলেন এবং <i>গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স</i> পুনে তারপরে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষকতা করেছিলেন। [১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Assam Tribune Epaper"। Assamtribune.com। ১৯২৪-০১-৩০। সংগ্রহের তারিখ ২০১৫-০৫-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Historian Amalendu Guha dies, body donated to medical college"The Indian Express। ২০১৫-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৩ 
  3. Bora, Pranab (৮ মে ২০১৫)। "Passing of a historian"The Telegraph। India। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮