বিষয়বস্তুতে চলুন

অবধেশ প্রসাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অবধেশ প্রসাদ
अवधेश प्रसाद
জন্ম (1945-07-31) ৩১ জুলাই ১৯৪৫ (বয়স ৭৯)
বিকাপুর, ইউনাইটেড প্রভিন্সেস, ব্রিটিশ ভারত (বর্তমান উত্তরপ্রদেশ, ভারত)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনলখনউ বিশ্ববিদ্যালয় (এলএলবি, ১৯৬৮), ডিএভি কলেজ, আগ্রা বিশ্ববিদ্যালয় (এমএ, ১৯৬৬)
পেশারাজনীতিবিদ
কর্মজীবন১৯৭৪–বর্তমান
পরিচিতির কারণসমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও লোকসভা সদস্য
রাজনৈতিক দলসমাজবাদী পার্টি
দাম্পত্য সঙ্গীসোনা দেবী
সন্তান২ (অজিত প্রসাদ, অনন্যা প্রসাদ)

অবধেশ প্রসাদ (জন্ম ৩১ জুলাই ১৯৪৫) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ফৈজাবাদ থেকে লোকসভার সংসদ সদস্য এবং সমাজবাদী পার্টির (এসপি) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। [] তিনি বর্তমানে এসপি-র জাতীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এবং তিনি ৪ জুন ২০২৪ সাল পর্যন্ত উত্তর প্রদেশ বিধানসভার সদস্য ছিলেন যখন তিনি এমপি নির্বাচিত হন। [] তিনি ১৯৭৭, ১৯৮৫, ১৯৮৯, ১৯৯৩, ১৯৯৬, ২০০২ এবং ২০০৭ এবং সর্বশেষ হিসাবে ২০১২ এবং ২০২২ সালে মিল্কিপুর আসন থেকে প্রাক্তন সোহাওয়াল কেন্দ্র থেকে নয়বার নির্বাচিত বিধায়ক ছিলেন। [] তিনি উত্তরপ্রদেশ সরকারের ছয়বার মন্ত্রী হয়েছেন এবং চারবার মন্ত্রিপরিষদ্ভুক্ত মন্ত্রী হয়েছেন। []

মিল্কিপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রসাদ। []

রাজনৈতিক পেশা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]