অপারেশন গোল্ড

স্থানাঙ্ক: ৫২°২৪′৪৪″ উত্তর ১৩°৩১′৪২″ পূর্ব / ৫২.৪১২২২° উত্তর ১৩.৫২৮৩৩° পূর্ব / 52.41222; 13.52833
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টানেলের ভেতর একজন সোভিয়েত অফিসার।

অপারেশন গোল্ড (ব্রিটিশদের দ্বারা অপারেশন স্টপওয়াচ নামেও পরিচিত) হচ্ছে আমেরিকান গোয়েন্দা সংস্হা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্হা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস দ্বারা পরিচালিত একটি যৌথ অভিযান। ১৯৫০ এর দশকে বার্লিনে অবস্হিত সোভিয়েত আর্মির সদর দফতরের ল্যান্ডলাইন কমিউনিকেশনে আড়ি পাততে এ অভিযান চালানো হয়। সোভিয়েত নিয়ন্ত্রিত এলাকার দিকে কাটা হয় সুড়ঙ্গ। শুরতেই সোভিয়েত কর্তৃপক্ষ তাদের গুপ্তচর জর্জ ব্লেকের মাধ্যমে অপারেশনের খবর পেয়ে যায় এবং ১৯৫৬ সালে সুড়ঙ্গটি আবিষ্কার করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]