বিষয়বস্তুতে চলুন

অপর্ণা দত্ত গুপ্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপর্ণা দত্ত গুপ্তা হলেন এক জন ভারতীয় মহিলা বিজ্ঞানী।তিনি এক জন শিক্ষিকা প্রাণী বিজ্ঞান ও স্কুল অফ লাইফ সাইন্স, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়[১] তিনি উদ্ভিদবিদ্যা, ডোভলপমেন্ট বোটানি,এন্ডোক্রিনোলজি প্রভৃতি বিষয়ে গবেষণা করেছে।তিনি পতঙ্গের শারীবিদ্যা, কীটপতঙ্গ নিয়ন্তন প্রভৃতি বিষয়ে গবেষণা পত্র তৈরি করেছেন।তার সবচেয়ে উল্লেখ যোগ্য কাজ হল পতঙ্গের ফ্যাট বডি বিষয়ক গবেষণা।

শিক্ষা গ্রহণ[সম্পাদনা]

তিনি তার পি.এইডি ডিগ্রি লাভ করেন বারাণসি হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে।তিনি বর্তমানে আইএনএসএ, এনআইএসআই এবং আইএএসসি ওর সদস্যা।[২]

কর্ম জীবন[সম্পাদনা]

তিনি এক জন ফুলব্রাইট স্কোলার এবং ভিজিটিং সাইন্সটিস্ট হিসাবে ১৯৮৪-১৯৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মারকুয়েটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অপর্ণা দত্ত গুপ্তা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়-এর প্রাণিবিদ্যা বিভাদের প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন।

সদস্য পদ ও পুরস্কার[সম্পাদনা]

তিনি বহু পুরস্কার ও সদস্য পদ লাভ করেছেন।

  • NSA-JSPS Bilateral Exchange Fellow, মিয়াজাকি বিশ্ববিদ্যালয়, জাপান, (২০১২)
  • INSA-DFG International Exchange Fellow, হামবার্গ বিশ্ববিদ্যালয়, জার্মানি, (২০০৮)
  • DST-DAAD Exchange Fellow, য়ুর্জবার্গ বিশ্ববিদ্যালয়, জার্মানি ,(১৯৯৭-২০০৩)
  • INSA Exchange Fellowship, Czech Academy of Sciences, Czech Republic (2000).
  • Indo-German Exchange Programme Fellow, টুবিনজেন বিশ্ববিদ্যালয়,জার্মানি, (১৯৯১)।[৩]

আরও[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Aparna Dutta Gupta, UoH [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-০৪ তারিখে
  2. fellowships
  3. Awards and Fellowships [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৩-০৪ তারিখে