অশিমা আনন্দ
অবয়ব
অশিমা আনন্দ হলেন এক জন দিল্লির বল্লোভ ভাই প্যাটেল চেস্ট ইন্সটিটিউট-এর প্রধান পরিদর্শক ও প্রধান বৈজ্ঞান আধিকারীক ।তিনি শ্বাসতন্ত্র বিষয়ক এক জন বিশেষজ্ঞ । [১]
জীবন
[সম্পাদনা]২৭ জুলাই ১৯৫০ সালে অশিমা আনন্দ দিল্লিতে জন্ম গ্রহণ করেন।এর পর বিদ্যালয়ের পড়াশোনা করেন দিল্লি ও শ্রীনগরে।.[১] ।এর পর তিনি ১৯৬৯ সালে মিরান্ড হাউস কলেজ থেকে বি.এসসি ডিগ্রি , ১৯৭১ সালে জুয়োলোজি বিষয়ে এম.এসসি ডিগ্রি ও ১৯৭৮ সালে পি.এইচডি ডিগ্রি লাভ করেন বল্লোভভাই প্যাটেল চেস্ট ইন্সটিটিউট থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়-এর অধিনে।