অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতাল হল বিহাররে গয়া শহরের একটি সরকারি মেডিকেল কলেজ। এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এবং মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া দ্বারা অনুমোদিত হয়েছিল।[১] প্রতিষ্ঠানের নামকরণ বিহার বিভূতি ডঃ অনুগ্রহ নারায়ণ সিনহার নামে করা হয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

কলেজটি দক্ষিণ বিহারের গয়াতে অবস্থিত এবং এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময়ে বিহারে মাত্র তিনটি মেডিকেল কলেজ ছিল: পাটনা, উত্তর বিহারের দারভাঙ্গা এবং আরেকটি বিহারের দক্ষিণাঞ্চলের রাঁচি (বর্তমানে ঝাড়খণ্ড)।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ANMMCH MCI Listing"। Medical Council of India। ২৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১১ 
  2. "History of ANMMCH"। official website। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১১