নওয়াব আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অধ্যাপক নওয়াব আলী থেকে পুনর্নির্দেশিত)
নওয়াব আলী
অধ্যক্ষ
ঢাকা মেডিকেল কলেজ
কাজের মেয়াদ
১৯৫৩-১৯৫৪
পূর্বসূরীকর্নেল এম কে আফ্রিদি
উত্তরসূরীপ্রফেসর এ কে এম এ ওয়াহেদ
কাজের মেয়াদ
১৯৫৫-১৯৫৭
পূর্বসূরীপ্রফেসর এ কে এম এ ওয়াহেদ
উত্তরসূরীপ্রফেসর মোঃ রেফাত উল্লাহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯০২
মতলব উত্তর, চাঁদপুর, ব্রিটিশ ভারত (এখন বাংলাদেশ)
মৃত্যু৪ আগস্ট ১৯৭৭ (বয়স ৭৪–৭৫)
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা মেডিকেল কলেজ

নওয়াব আলী একজন বাংলাদেশী চিকিৎসক এবং শিক্ষায়তনিক ব্যক্তি ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।[১] তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বাংলাদেশি অধ্যক্ষ ছিলেন।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

নওয়াব আলী ১৯০২ সালে তৎকালীন অবিভক্ত ভারতের (বর্তমানে বাংলাদেশে) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় জন্মগ্রহণ করেন।[৩][৪]

শিক্ষা এবং কর্মজীবন[সম্পাদনা]

নওয়াব আলী মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯২৭ সালে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৪৪ সালে তিনি এমআরসিপি লাভ করেন। ১৯৫৮ সালে তিনি এফআরসিপি পান।[৪]

তিনি মেডিসিনের একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ছিলেন, এবং একই সাথে তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এই প্রতিষ্ঠানের প্রথম বাংলাদেশী (তৎকালীন পূর্ব পাকিস্তান) অধ্যক্ষ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনও ছিলেন। তিনি তৎকালীন অল পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।[১] তিনি আইসিডিডিআরবি-এর অধীনে মতলবে একটি উদরাময় হাসপাতাল প্রতিষ্ঠা করেন।[৩]

রাজনীতি[সম্পাদনা]

[৪] তিনি ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[১]

মৃত্যু[সম্পাদনা]

নওয়াব আলী ১৯৭৭ সালের ৪ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।[১][৩][৪]

সন্মাননা[সম্পাদনা]

২০০৩ সালে জাতীয় সংসদ তাঁকে নিয়ে একটি শোক প্রস্তাব পাস করে এবং ২০০৫ সালে বাংলাদেশ ডাক বিভাগ তার সম্মানে একটি স্মারক ডাকটিকিট জারি করে।[১][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dr Nawab Ali's anniversary of death today" [আজ ডাঃ নওয়াব আলীর মৃত্যুবার্ষিকী]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  2. "ছেংগাচরের কৃতি সন্তান ডা. নওয়াব আলী"paurainfo.gov.bd। ১২ ফেব্রুয়ারি ২০০৩। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Dr. Nawab Ali memorial postal stamp released" [ডাঃ নওয়াব আলী স্মারক ডাকটিকিট প্রকাশ]। bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  4. "মতলবের উজ্জ্বল নক্ষত্র ছিলেন ডাঃ নওয়াব আলী"newsvob.com। ১৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০