বিষয়বস্তুতে চলুন

অতৃতীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অতৃতীয়
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ মার্চ ২০২৩ (2023-03-09)
ঘরানা
দৈর্ঘ্য৪১:১২
সঙ্গীত প্রকাশনীজি-সিরিজ
প্রযোজকইকবাল আসিফ জুয়েল
আর্টসেল কালক্রম
অনিকেত প্রান্তর
(২০০৬)
অতৃতীয়
(২০২৩)

অতৃতীয় জি-সিরিজ থেকে প্রকাশিত বাংলাদেশী প্রোগ্রেসিভ মোটাল ব্যান্ড আর্টসেলের তৃতীয় অ্যালবাম। ২০০৬ সালে দ্বিতীয় অ্যালবাম অনিকেত প্রান্তর মুক্তির ১৭ বছর পরে ২০২৩ সালে অ্যালবামটি মুক্তি পায়। এটি ব্যান্ডটির তৃতীয় একক অ্যালবাম।[]

আর্টসেলের প্রথম একক অ্যালবাম অন্য সময় ২০০২ সালে প্রকাশিত হয় এবং এরপর ২০০৬ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম অনিকেত প্রান্তর, যে অ্যালবামটি রেকর্ড সংখ্যক বিক্রি হয়।[] এরপর ২০১২ সালে তৃতীয় অ্যালবাম আনার পরিকল্পনা প্রকাশ করে আর্টসেলের সদস্যদরা, কিন্তু ব্যান্ডের তৃতীয় অ্যালবামের জন্য প্রায় দুই দশক অপেক্ষা করার পর ভক্তরা এটিকে মিমের মতো আচরণ করে এবং যতক্ষণ না এটি প্রকাশ পায় ততক্ষণ পর্যন্ত এটি বিশ্বাস করতে অস্বীকার করে।[] এরপর ২০১৬ সালে আর্টসেল পুনরায় অ্যালবামটি প্রকাশের ঘোষণা দেয়।[] প্রধান গিটারবাদক এরশাদ জামান অ্যালবামটি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন, এরশাদ বলেন, "অবশেষে আমাদের শ্রোতাদের জন্য আমরা নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘অতৃতীয়’।"[] দীর্ঘ এক দশক পরে তৃতীয় অ্যালবামটি আনার প্রসঙ্গে তিনি ব্যান্ডের সদস্যদের পারিবারিক ও ব্যক্তিগত কাজে ব্যাস্ততার কথা জানান। কিন্তু সেবারও প্রকাশিত হয়নি অ্যালবামটি। এরপর আর্টসেলে ভাঙাগড়া শুরু হয়। প্রধান গিটারবাদক এরশাদ জামান ব্যান্ডের অন্য সদস্যদের সাথে মনোমালিন্যতায় আর্টসেল ছেড়ে চলে যান[] এবং এরশাদের জায়গায় ২০১৮ সালে প্রধান গিটারবাদক হিসেবে কাজী ফয়সাল আহমেদ যোগ দেন।[]

২০২২ সালে শেষের দিকে, আর্টসেল ২০২৩ সালের শুরতে অ্যালবামটি প্রকাশের ঘোষণা দেয়।[][][১০][১১] অবশেষে ২০২৩ সালের ফেব্রুয়ারির ২৩ তারিখে অ্যালবামটি সীমিত সময়ের বিক্রয় শুরু করা হয় এবং ৯ মার্চ ২০২৩ সালে জি-সিরিজে মুক্তি পায়।[১২][১৩][১৪] অ্যালবামটির মুক্তি দীর্ঘ ১৭ বছরের অবসান ঘটিয়ে ভক্তদের মনে উল্লেখযোগ্য সাড়া ফেলে।[১৫]

ট্র্যাক তালিকা

[সম্পাদনা]
নং.শিরোনামদৈর্ঘ্য
১."প্রতীতি"১:৫২
২."বাক্স বন্দি"৬:৫২
৩."বিপ্রতীপ"৭:৫১
৪."স্মৃতির আয়না"৭:৩৩
৫."অসমাপ্ত স্বান্তনা"৫:৫৩
৬."অতৃতীয়"১১:১১
মোট দৈর্ঘ্য:৪১:১২

গানের কথা

[সম্পাদনা]

অতৃতীয় অ্যালবামের বাক্স বন্দি, স্মৃতির আয়না, অসমাপ্ত সান্তনা গানসমূহ সায়েফ আল নাজি সেজান লিখেছেন। বিপ্রতীপ ও অতৃতীয় গানসমূহ সায়েফ আল নাজির পাশাপাশি ইশতিয়াক ইসলাম খানও লিখেছেন।

কর্মী

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'আর্টসেল'র 'অতৃতীয়' উন্মুক্ত"বাংলাদেশ প্রতিদিন। ১৩ মার্চ ২০২৩। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  2. "১৬ বছর পর জানুয়ারিতে আর্টসেলের নুতন অ্যালবাম 'অতৃতীয়'"চ্যানেল টুয়েন্টিফোর (ইংরেজি ভাষায়)। ১ জুলাই ২০১৬। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  3. "After 16 years, Artcell will finally release their third album"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০২২। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  4. Rahman, Osama (১ জুলাই ২০১৬)। "Artcell returns with a big bang after 10 years"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  5. "দশ বছর পর আর্টসেল!"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  6. সজিব-উজ-জামান (১২ মার্চ ২০২৩)। "অতৃতীয় নিয়ে আর্টসেল"কিশোর আলো। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  7. মকফুল হোসেন। "'আর্টসেলই আমাদের জীবনের সব'"প্রথম আলো। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  8. "আর্টসেলের তৃতীয় অ্যালবাম 'অতৃতীয়'"কালের কণ্ঠ। ১৫ ফেব্রুয়ারি ২০২৩। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  9. "প্রকাশিত হলো আর্টসেল'র নতুন অ্যালবাম অতৃতীয়"দৈনিক ইনকিলাব। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  10. "'অতৃতীয়' অ্যালবাম সৃষ্টির মধ্য দিয়ে মুক্তির স্বাদ এনে দিয়েছে: লিংকন"সমকাল (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  11. "Artcell announces release date for their third studio album 'Otritiyo'"দ্য বিজনেস স্টান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০২৩। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  12. "'আর্টসেল'র নতুন অ্যালবাম 'অতৃতীয়' এখন উন্মুক্ত"বাংলা ট্রিবিউন। ২২ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  13. "Artcell releases third album after 17 years"unb.com.bd। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  14. "Artcell releases third album after 17 yrs"daily sun (ইংরেজি ভাষায়)। ২২ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  15. "Artcell's long-waited 3rd album 'Otritio' brings joy to the fans"দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]