অঙ্কপৃষ্ঠীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অঙ্কপৃষ্ঠীয় তল হিসাবে গাছের পাতা

অঙ্কপৃষ্ঠীয় (সংস্কৃত অঙ্ক অর্থাৎ সম্মুখ ও পৃষ্ঠ অর্থাৎ পশ্চাৎ) অঙ্গ বলতে সেই সমস্ত অঙ্গকে বোঝায় যেগুলির সামনের ও পিছনের তল দুটির আকার ও গঠন পরস্পরের থেকে আলাদা হয়। এর অন্যতম উদাহরণ হল গাছের পাতা[১] যে সমস্ত অঙ্গ ভ্রূণাবস্থায় উৎপত্তির সময় পৃষ্ঠীয় তল থেকে কোশ বিভাজন শুরু হয়ে অঙ্কীয় তলে গিয়ে শেষ হয়।

ক্ষেত্রবিশেষে সমগ্র জীবদেহের বর্ণনা দেওয়ার জন্যও অঙ্কপৃষ্ঠীয় কথাটি ব্যবহৃত হয়, যেমন চ্যাপ্টাকৃমি পর্বের প্রাণীদেহ অঙ্কপৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1.  One or more of the preceding sentences একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Dorsiventral"। ব্রিটিশ বিশ্বকোষ8 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 436।