ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টসপার্ক

স্থানাঙ্ক: ৩৩°৪৬′১৭″ দক্ষিণ ১৫০°৫১′১৩″ পূর্ব / ৩৩.৭৭১৩৯° দক্ষিণ ১৫০.৮৫৩৬১° পূর্ব / -33.77139; 150.85361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টপার্ক
মানচিত্র
অবস্থানসিডনি, অস্ট্রেলিয়া
পরিচালকব্ল্যাকটাউন ভেন্যু ম্যানেজমেন্ট লিঃ
উদ্বোধন১৯৯৯

ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টসপার্ক সিডনি'র উপকণ্ঠে রুটি হিল এলাকায় অবস্থিত একটি বহু ক্রীড়া উপযোগী স্টেডিয়াম। এ স্টেডিয়ামে দু'টি ক্রিকেট মাঠ রয়েছে। এছাড়াও অস্ট্রেলীয় রুলস ফুটবল, অ্যাথলেটিক্স ট্র্যাক এন্ড ফিল্ড, সফ্টবলবেসবল খেলা আয়োজন করা হয়। পূর্বে এ স্টেডিয়ামটি ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক নামে পরিচিত ছিল।

২০০০ সালে অনুষ্ঠিত সিডনি অলিম্পিকে সফ্টবল ও বেসবল খেলা আয়োজনের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করা হয়।[১] ২০১০ থেকে ২০১২ সালের মধ্যবর্তী সময়কালে প্রশিক্ষণ ও প্রশাসনসংক্রান্ত কাজে ব্যবহার করা হয়।

প্রস্তাবিত পরিকল্পনা[সম্পাদনা]

২০১৮ ও ২০২২ সালের ফিফা বিশ্বকাপে আবেদনকারী স্বাগতিক দেশের অংশ হিসেবে ফুটবল খেলা আয়োজনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার আবেদন গ্রহণ করার লক্ষ্যে অ্যাথলেটিক্স ট্র্যাককে ফুটবল স্টেডিয়ামে উন্নীত করা হয় ও স্টেডিয়ামের নামকরণ করা হয় ব্ল্যাকটাউন স্টেডিয়াম। এর দর্শক ধারণ ক্ষমতা ৪১,০০০। প্রতিযোগিতার পরবর্তীকালে ২৬,০০০ দর্শকে নেমে আনার পরিকল্পনা করা হয়।[২]

২০১৪ সালে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স কর্তৃপক্ষ প্রশিক্ষণ ঘাঁটি, দপ্তর ও যুব একাডেমি এখানে গড়ে তোলে। কয়েক মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটিতে চিকিৎসা কেন্দ্রও রয়েছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 2000 Summer Olympics official report. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ নভেম্বর ২০০০ তারিখে Volume 1. p. 370.
  2. Blacktown Stadium - Sydney
  3. "Western Sydney Wanderers set to confirm $18 million centre of excellence in Blacktown"। smh.com.au। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]