লাগে উরাধুরা
অবয়ব
"লাগে উরাধুরা" | |
---|---|
তুফান অ্যালবাম থেকে | |
প্রীতম হাসান, দেবশ্রী অন্তরা কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত | ২৮ মে ২০২৪ |
দৈর্ঘ্য | ২:৪৫ |
সুরকার | প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান |
গীতিকার | রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন |
লাগে উরাধুরা হলো রায়হান রাফী পরিচালিত ২০২৪ সালের ১৭ জুন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। গানের ভিডিওতে অংশ নিয়েছেন শাকিব খান ও ভারতের মিমি চক্রবর্তী।[১][২]
রচনা ও সুরারোপ
[সম্পাদনা]লাগে উরাধুরা গানটির গীতিকার হলেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা।[৩][৪][৫]
জনপ্রিয়তা
[সম্পাদনা]লাগে উরাধুরা গানটি ইউটিউবে প্রকাশের পরপরই বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয়। ইউটিউবে গানের বৈশ্বিক তালিকায় উঠে আসে। সপ্তাহিক (২৮ জুন থেকে ৪ জুলাই) তালিকায় চতুর্থ অবস্থান দখল করে নেয় গানটি। মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই আলোচিত গান ‘একপ্রেসো’, ও ‘প্লিজ প্লিজ প্লিজ’কে ছাড়িয়ে যায় গানটি।[৬][৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "যেভাবে তৈরি হলো শাকিব, প্রীতমদের 'লাগে উরাধুরা'"। প্রথম আলো। ২০২৪-০৬-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "সিনেমার গানে 'লাগে উরাধুরা'র নতুন রেকর্ড"। দ্য ডেইলি স্টার। ২০২৪-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "নানা চমকে শাকিব-মিমি-প্রীতমের 'লাগে উরাধুরা'"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "এবার 'লাগে উরাধুরা'য় মাতলেন সিনেমাপ্রেমীরা"। প্রথম আলো। ২০২৪-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "টিজারেই ঝড় তুলল 'তুফান'–এর গান"। প্রথম আলো। ২০২৪-০৫-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "ট্রেন্ডিংয়ে 'লাগে উরাধুরা', দর্শক বলছে 'শাকিবের বয়স কমেছে!'"। চ্যানেল আই। ২০২৪-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "শাকিব-মিমির 'লাগে উরাধুরা'য় মেতেছেন ভক্তরা"। বাংলাদেশ প্রতিদিন। ২০২৪-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "বিশ্বব্যাপী সেরা গানের তালিকায় 'লাগে উরা ধুরা'"। www.shomoyeralo.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।