ব্যবহারকারী আলাপ:Dr.Sanjib Das
আলোচনা যোগ করুনবাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
[সম্পাদনা]সুপ্রিয় Dr.Sanjib Das! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি ০৪:০৩, ২৩ জুলাই ২০২৪ (ইউটিসি) |
অলোকরঞ্জন দাশগুপ্ত এবং তাঁর কাব্যপরিসর
[সম্পাদনা]কবিপরিচয়:
পঞ্চাশের কবিকুলের অন্যতম কবি অলোকরঞ্জন দাশগুপ্ত ।কবি শঙ্খ ঘোষের কথায়,"বাংলা কবিতার যুবরাজ তখন অলোক।'সেই থেকে এই একুশ শতকেও তিনি ছিলেন সমান প্রাণবন্ত। তাঁর লেখনী এই সেইদিনও ছিল সৃষ্টির আবেগে অপরিক্লান্ত।২০২০সালের ১৭ই নভেম্বর সেই লেখনী চিরতরে থামল।বাংলা সাহিত্য জগৎ
আরেক ইন্দ্রপতনের সাক্ষী থাকল।
অলোকরঞ্জনের জন্ম ১৯৩৩ সালের ৬ অক্টোবর, শুক্রবার বেলা এগারোটায়, কলকাতায়। ডাকনাম বাবলু ।দাশগুপ্ত পরিবারের তিনিই ছিলেন প্রথম সন্তান। সংগতকারণেই তাঁর জন্মের সঙ্গে সঙ্গেই পরিবারে আনন্দের ঢেউ খেলে গিয়েছিল। তাঁকে নিয়ে একান্নবর্তী পরিবারটির সকলেই হয়ে উঠেছিল আনন্দে উচ্ছ্বসিত ।তাঁর পিতা বিভূতিরঞ্জন দাশগুপ্ত । মায়ের নাম নীহারিকা দাশগুপ্ত। পেশায় শিক্ষিকা। কলকাতার বেলতলার একটি স্কুলে তিনি গান শেখাতেন। এরপূর্বে অবশ্য আরও দুটি স্কুলে তিনি শিক্ষকতা করেন। তখন ৫৫ নং বকুলবাগানের একটি বাসা বাড়িই ছিল তাঁদের ঠিকানা। অলোকরঞ্চনের প্রাথমিক শিক্ষার সূচনা হয় দেওঘরের কাছে রিখিয়াতে। তাঁর দাদু সেখানে বাড়ি করে ছিলেন। এ বিষয়ে নীহারিকা দাশগুপ্ত স্বয়ং জানিয়েছেন:
"তখন আমার শ্বশুর-শাশুড়ি দেওঘর থেকে পাঁচ মাইল দূরে রিখিয়ার একটি গ্রামে বাড়ি করে থাকতেন। দুটি বাড়ি। ইচ্ছেমতো বদলে বদলে থাকা যায়। শ্বশুরমশাই দিনাজপুর হাইস্কুলে হেডমাস্টার ছিলেন। অবসর নেবার পর সাঁওতাল পরগ নির্জন স্থানে খুব খুশি হয়ে থাকতেন। ওখানেই নতুন করে ভিটে পতন হল"।
রিখিয়াতেই কবির বাল্যশিক্ষার হাতেখড়ি । স্বয়ং মায়ের কথায়, " অলোকের বই কেনা হল। বর্ণপরিচয় ,ফার্স্ট বুক অফ রিডিং আর অঙ্কের জন্য ধারাপাত।"এরপর সেন্ট জেভিয়ার্স কলেজে।সেখান থেকে চলে আসেন প্রেসিডেন্সি কলেজে।এই কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক হন । এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ পাশ করেন। Dr.Sanjib Das (আলাপ) ০৫:৩০, ২৩ জুলাই ২০২৪ (ইউটিসি)