বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৯৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমাক আগ্নেয়গিরি হলো আন্ডেসাইট দিয়ে গঠিত একটি মিশ্র আগ্নেয়গিরি যা অ্যাঙ্কোরেজ থেকে ৬১৮ মাইল (৯৯৫ কিমি) দূরে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি নামীয় দ্বীপে অবস্থিত, ফ্রস্টি আগ্নেয়গিরি থেকে ৩১ মাইল (৫০ কিমি) দূরে এবং আলাস্কান উপদ্বীপের পশ্চিম দিকের প্রান্তের কাছে। কোল্ড বে, আমাক শহরের কাছে, বিমানে সহজে যাওয়া যায়। আমা’কে শুধুমাত্র নৌকায় যাওয়া যায়; দ্বীপে বিমান অবতরণের অনুমতি নেই। ব্যক্তিগত নৌকায় চড়ে যাওয়া যায়, তবে অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মৎস্য এবং বন্যপ্রাণী সেবা অধিদপ্তর থেকে অনুমতি প্রয়োজন। আমাক আগ্নেয়গিরি এরআগে তিনবার বিস্ফোরিত হয়েছিল। যা প্রায় ২৫৫০ খ্রিস্টপূর্বাব্দে, ১৭০০ থেকে ১৭১০ এর মধ্যে, এবং ১৭৯৬ সালে। (বাকি অংশ পড়ুন...)