বিষয়বস্তুতে চলুন

সাপাহার আমের হাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাপাহার আমের হাট
মানচিত্র
অবস্থানসাপাহার, নওগাঁ জেলা
স্থানাঙ্ক২৫°০৭′৩৩″ উত্তর ৮৮°৩৫′২৫″ পূর্ব / ২৫.১২৫৭১৩৮° উত্তর ৮৮.৫৯০৩০২৭° পূর্ব / 25.1257138; 88.5903027
পার্কিংআছে

সাপাহার আমের হাট নওগাঁ জেলার সাপাহার উপজেলার সাপাহারে অবস্থিত একটি আমের হাট। এটি বাংলাদেশের বৃহত্তম আমের হাট। আমের মৌসুমে এখানে দৈনিক কোটি টাকার আম কেনা-বেচা হয়ে থাকে।[১]

অবস্থান[সম্পাদনা]

নওগাঁ জেলার সাপাহার উপজেলার প্রধান শহর সাপাহারে এই হাটটি বসে।

যোগাযোগ ব্যবস্থা

নিকটবর্তী জেলা শহর নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জজয়পুরহাট থেকে সরাসরি সাপাহারে সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সাপাহার বা সাপাহারের নিকটবর্তী কোনো অঞ্চলে রেলওয়ে স্টেশন অর্থাৎ রেলপথে যোগাযোগের মাধ্যম নেই।

হাটের দিন[সম্পাদনা]

আমের মৌসুমে প্রতি সপ্তাহের শনিবারে এই হাট বসে।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

এটি বাংলাদেশের সর্ববৃহৎ আমিরহাট। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বসে এই আমের হাট। সাপাহারের জিরোপয়েন্ট থেকে পত্নীতলা উপজেলার দিবর এলাকা এই হাট বিস্তৃত। ২০২৩ সালের তথ্যানুসারে সাপাহারে প্রায় ২৫০টি আমের আড়ৎ রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন মোড়ে আমের আড়ৎ গড়ে উঠেছে তাতে মোট ৩৬০টি আমের আড়ৎ রয়েছে বলে জানা যায়।

রাজস্ব
গুরুত্ব

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সাপাহার প্রতিনিধি (২০২৩-০৬-০৫)। "সাপাহারে জমে উঠেছে দেশের সবচেয়ে বড় আমের বাজার"সকালের সময়। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১০ 
  2. আব্দুল হালিম (সাপাহার), নওগাঁ প্রতিনিধি (২০২৪-০৬-১৫)। "সাপাহারে জমে উঠেছে 'আমের বাজার'"দৈনিক সাতমাথা। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১০ 
  3. ওমর ফারুক, নওগাঁ (২০২৩-০৭-০৫)। "নওগাঁর সাপাহার বাজারে ঢলন প্রথায় ঠকছেন কৃষক"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১০ 
  4. সাপাহার, নওগাঁ প্রতিনিধি (২০২৩-০৬-১৪)। "সাপাহারে সরগরম আমের হাট"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১০ 
  5. নওগাঁ প্রতিনিধি (২০২৩-০৬-১৬)। "নওগাঁয় জমে উঠেছে আমের হাট"আর টিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১০ 
  6. "নওগাঁয় রূপালী আমের রাজত্ব, ৩ হাজার কোটি টাকার বাণিজ্য"সময় সংবাদ। ২০২৩-০৭-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১০