পাণ্ডব গোয়েন্দা (টেলিভিশন ধারাবাহিক)
অবয়ব
পাণ্ডব গোয়েন্দা | |
---|---|
ধরন | নাটক গোয়েন্দা Crime |
নির্মাতা | মহাবাহু মোশন পিকচার্স |
ভিত্তি | পাণ্ডব গোয়েন্দা |
লেখক | লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্পরেখা সদীপ ভট্টাচার্য সংলাপ পৌষালী ঘোষদস্তিদার চিত্রনাট্য সর্ব্বরী ঘোষাল শ্রাবস্তী বসু |
পরিচালক | শমীক বোস (present) রাহুল মুখোপাধ্যায় (past) |
অভিনয়ে |
|
আবহ সঙ্গীত রচয়িতা | শ্রীজাত and ইন্দ্রদীপ দাশগুপ্ত |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ১৫৯ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | স্রোমনা ঘোষ সোনাক্ষী মুখার্জি সম্রাট দাস |
প্রযোজক | শিবাজী পাঁজা বুলবুলি |
নির্মাণের স্থান | কলকাতা |
চিত্রগ্রাহক | মধুরা পালিত পঙ্কজ মাইতি |
ব্যাপ্তিকাল | minutes |
নির্মাণ কোম্পানি | মহাবাহু মোশন পিকচার্স |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি বাংলা |
মূল মুক্তির তারিখ | ৭ সেপ্টেম্বর ২০২০ ১৫ এপ্রিল ২০২১ | –
ক্রমধারা | |
সম্পর্কিত অনুষ্ঠান |
|
পাণ্ডব গোয়েন্দা হলো একটি ভারতীয় বাংলা-ভাষার গোয়েন্দা টেলিভিশন ধারাবাহিক, যা ৭ সেপ্টেম্বর ২০২০-এ প্রিমিয়ার হয়েছিল এবং জি বাংলা-এ সম্প্রচারিত হয়েছিল। পাণ্ডব গোয়েন্দা-এর গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ধারাবাহিকে রব দে, ঋষভ চক্রবর্তী, ময়ূখ চ্যাটার্জি, অনুমিতা দত্ত এবং শ্রীতমা মিত্র অভিনয় করেছিলেন।[২][৩][৪]
গল্পের তালিকা
[সম্পাদনা]- ১. মিত্তির দের বাগান বাড়ি রহস্য
- ২. বৃষ্টি মুখর সন্ধ্যা
- ৩. ছিন্তাই কান্ড
- ৪. ভালুক রহস্য
- ৫. চৈনিক চক্র
- ৬. লালবাই এর গুপ্তধন
- ৭. ভৈরব হালদার পর্ব
- ৮. গয়না চুরি রহস্য
- ৯. বিনায়ক রায় মৃত্যু রহস্য
- ১০. ছোটা ঠাকুর পর্ব
- ১১. রাজীব পর্ব
- ১২. অভিমন্যু উদ্ধর ও মেঘনাদ বধ পর্ব
- ১৩. অষ্টধাতুর মূর্তি চুরি রহস্য
- ১৪. নারী পাচার চক্র
অভিনয়ে
[সম্পাদনা]- রব দে বাবলু ওরফে অনির্বাণ সেন চরিত্রে। (পান্ডব গয়েন্দার নেতা)
- ঋষভ চক্রবর্তী বিলু ওরফে আকাশ দত্ত চরিত্রে।
- অনুমিতা দত্ত বাচ্চু ওরফে ত্রিধা চ্যাটার্জি চরিত্রে।
- শ্রীতামা মিত্র বিচ্চু ওরফে তীর্থ চ্যাটার্জির চরিত্রে।
- ময়ূখ চ্যাটার্জি ভোম্বল ওরফে স্নেহাজিৎ দাসের চরিত্রে
- রঞ্জিনী চট্টোপাধ্যায় স্বর্ণালী সেন চরিত্রে
- অনিন্দ্য চক্রবর্তী / রাজীব ব্যানার্জি এসিপি অভিমন্যু সেন চরিত্রে
- অবন্তী দত্ত সুচরিতা চ্যাটার্জির চরিত্রে
- অর্ঘ্য মুখার্জি অরুণাভা চ্যাটার্জির চরিত্রে
- কল্যাণী মন্ডল পীশীথাম্মার চরিত্রে
- অপরাজিতা ঘোষ বৃষ্টি দত্ত চরিত্রে
- অভিজিৎ সেনগুপ্ত সুবিনয় দত্তের চরিত্রে
- মৌমিতা চক্রবর্তী শিউলি দাসের চরিত্রে
- দেবাশিস নাথ মলয় দাসের চরিত্রে
- সম্রাট মুখার্জি মেঘনাদ মালপানি ওরফে এমএম ওরফে সত্য মহারাজ (ভুয়া পরিচয়) চরিত্রে
- সৌগত বন্দ্যোপাধ্যায় ইন্সপেক্টর কুনাল বসুর চরিত্রে।
- অলিভা ভট্টাচার্য অফিসার সহেলী সরকার চরিত্রে
- রাহুল চক্রবর্তী ডিসিপি অসীম রায়ের চরিত্রে
- হিয়া রায় রাই দাশগুপ্তের চরিত্রে
- সুদীপ সরকার ডাঃ শিকদার চরিত্রে
- ফাল্গুনী চ্যাটার্জি টেকচাঁদ গাঙ্গুলী ওরফে টেকদাদু চরিত্রে
- অরিন্দল বাগচী পবন চরিত্রে
- রুমকি চ্যাটার্জি স্বপ্না রায় ওরফে রায়কাকিমা চরিত্রে
- নিলয় দাস শঙ্কর চক্রবর্তী চরিত্রে
- ভোলা তামাং শাহজাহান চাইনিজ হোটেলে চাইনিজ ম্যান চরিত্রে
- রিতোজা মজুমদার পিয়াল চরিত্রে
- বুলবুলি চৌবে পাঁজা/মধুমিতা পল (ভুয়া পরিচয়) ফারজানা বেগম চরিত্রে
- অভিজিৎ সরকার ভৈরব হালদার চরিত্রে
- অনায়া ঘোষ শেষ শম্পা হালদার চরিত্রে
- অরূপ রায় ত্রিনাথ হলদে চরিত্রে
- শ্রীজা ভট্টাচার্য রিয়া হালদে চরিত্রে
- ঐশ্বর্যা সেন কঙ্কনা সরকার ওরফে মুনিয়া চরিত্রে
- অভ্যুদয় দে বুলান চরিত্রে
- শক্তিপদ দে অমিয় সরকার চরিত্রে
- রুম্পা চ্যাটার্জি সুদেষ্ণা সরকারের চরিত্রে
- জেসমিন রায় দিশার চরিত্রে
- গৌরব মণ্ডল অয়ন মিত্র ওরফে অয়ন কুমারের চরিত্রে
- জুহি সেনগুপ্ত [৫] মধুশ্রী রায়ের চরিত্রে
- সিধু[৬] বিনায়ক রায়ের চরিত্রে
- অভিজিৎ গুহ পুলক বোস চরিত্রে
- রজত মালাকার ছোটা ঠাকুরের চরিত্রে
- সুতীর্থ সাহা রাজীবের চরিত্রে
- তনুশ্রী ভট্টাচার্য পল্লবীর চরিত্রে
- গোপা নন্দী মিতা সরকারের চরিত্রে
- অভিজিৎ দেব রায় রবি সরকারের চরিত্রে
- আত্রেয়ী বোস সৃষ্টির চরিত্রে
- বিশ্বজিৎ ঘোষ মজুমদার গৌতম চরিত্রে
- রাজেশ্বরী রায় অনিন্দিতা সাহা কপিলেশ্বরী চরিত্রে
- প্রপ্তি চ্যাটার্জি পর্ণার চরিত্রে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সংবাদদাতা, নিজস্ব। "জেন ওয়াইয়ের মগজাস্ত্রে শান দিতে ছোটপর্দায় আসছে 'পাণ্ডব গোয়েন্দা'"। www.anandabazar.com। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯।
- ↑ "Pandav Goenda to be adapted for the small screen"। The Times of India। ১৯ আগস্ট ২০২০। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৫।
- ↑ "Pandab Goenda bengali television to have yet another detective show"। The Times of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯।
- ↑ "Pandab Goenda to launch on September 7"। The Times of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯।
- ↑ "Actress Juhi Sengupta to play a meaty role in 'Pandab Goenda'"। The Times of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯।
- ↑ "Pandab Goyenda changed my outlook towards acting: Sidhu"। The Times Of India। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৯।