বিষয়বস্তুতে চলুন

বোধিমণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হীরক সিংহাসন, গৌতম বুদ্ধের বোধিমণ্ড
এমেই পর্বতে বোধিসত্ত্ব সামন্তভদ্রের মূর্তি

বোধিমণ্ড বা দাওচাং হলো বৌদ্ধধর্মে ব্যবহৃত শব্দ যার অর্থ "বোধোদয়ের অবস্থান"। বোধিমণ্ড বলতে বোধিসত্ত্বের বোধিলাভের আসনটিকে বোঝায়।[১] হরিভদ্রের মতে, এটি "আসন হিসাবে ব্যবহৃত স্থান, যেখানে বোধোদয়ের সারমর্ম উপস্থিত"।[২]

বৌদ্ধ তীর্থযাত্রীরা নিয়মিতভাবে বোধিমণ্ডে যান, এবং কিছু জনপ্রিয় ধর্মনিরপেক্ষ পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। বৌদ্ধধর্মের বিভিন্ন রূপের মধ্যে, এটা বিশ্বাস করা হয় যে বোধিমণ্ড হলো আধ্যাত্মিকভাবে বিশুদ্ধ স্থান, অথবা অন্যথায় ধ্যান ও বোধোদয়ের জন্য সহায়ক।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Thurman, Robert. The Holy Teaching of Vimalakīrti: A Mahāyāna Scripture. 1992. p. 120
  2. Thurman, Robert (১৯৯২)। The Holy Teaching of Vimalakīrti: A Mahāyāna Scripture। University Park, Penn.: Pennsylvania State University Press। পৃষ্ঠা 138। আইএসবিএন 9780271006017ওসিএলসি 613319979