বিষয়বস্তুতে চলুন

হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি, টাঙ্গাইল

স্থানাঙ্ক: ২৪°১৬′৩১″ উত্তর ৮৯°৫৫′১৬″ পূর্ব / ২৪.২৭৫৪° উত্তর ৮৯.৯২১০° পূর্ব / 24.2754; 89.9210
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি
নীতিবাক্যদিন বদলের দীক্ষা “প্রযুক্তি আর শিক্ষা”
ধরনবেসরকারি
স্থাপিত২০০০; ২৪ বছর আগে (2000)
ইআইআইএন১৩২৬৫৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
চেয়ারম্যানআলহাজ্ব মো: ছানোয়ার হোসেন
অধ্যক্ষপ্রফেসর মো: আমিনুল ইসলাম
পরিচালকআলহাজ্ব মো: আশরাফ হোসেন
অবস্থান,
২৪°১৬′৩১″ উত্তর ৮৯°৫৫′১৬″ পূর্ব / ২৪.২৭৫৪° উত্তর ৮৯.৯২১০° পূর্ব / 24.2754; 89.9210
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামহ্যাবিট
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.habhit.edu.bd
মানচিত্র

হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি হলো টাঙ্গাইল ,বাংলাদেশ এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিনে একটি পলিটেকনিক ইনস্টিটিউট। যা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

হাজী আবুল হোসেন ছিলেন টাঙ্গাইল জেলার একজন বিখ্যাত ব্যবসায়ী, সমাজতান্ত্রিক, উদ্যোক্তা, দক্ষ সমাজকর্মী এবং ১৯৪০ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের দিবুলিয়া, টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে তিনি মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তার মানবিক কাজের প্রশংসা করে টাঙ্গাইলের লোকেরা "দানবীর" উপাধিতে হাজী আবুল হোসেনকে ভূষিত করেন। ১৩৯৬ বঙ্গাব্দে তার কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদ কর্তৃক তাকে মরণোত্তরভাবে "জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্বর্ণ পদক"-এ ভূষিত করা হয়।

২০০০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি তার নামে নামকরণ করা হয়।

বিভাগ

[সম্পাদনা]

স্নাতক প্রোগ্রাম

[সম্পাদনা]
  1. ব্যবসায় প্রশাসন (বিবিএ)
  2. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)

ডিপ্লোমা প্রোগ্রাম

[সম্পাদনা]
  1. সিভিল
  2. কম্পিউটার
  3. ইলেকট্রিকাল
  4. ইলেকট্রনিক্স
  5. টেলিযোগাযোগ
  6. টেক্সটাইল
  7. গার্মেন্টস ডিজাইন & প্যাটার্ন মেকিং
  8. প্যাথলজি
  9. ডেন্টাল
হ্যাবিট যুব উৎসব

হ্যাবিট যুব উৎসব যুব ছাত্রদের একটি বার্ষিক সমাবেশ। এটি হাজী আবুল হোসেন ট্রাস্ট দ্বারা আয়োজিত হয়। প্রায় ছয় হাজার প্রতিভাবান তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে এতে।

পিঠা উৎসব

[সম্পাদনা]

বিজ্ঞান মেলা

[সম্পাদনা]

শিক্ষা সফর

[সম্পাদনা]

ছাত্রাবাস

[সম্পাদনা]
  1. (ছেলেদের ছাত্রাবাস) কলেজ পাড়া, টাঙ্গাইল
  2. (মেয়েদের ছাত্রাবাস) পাড় দিঘুলিয়া, টাঙ্গাইল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮