পৌলিনুস কস্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহামহিম
আর্চবিশপ

পৌলিনুস কস্তা
উপাধিআর্চবিশপ
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৩৬-১০-১৯)১৯ অক্টোবর ১৯৩৬
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
মৃত্যু৩ জানুয়ারি ২০১৫(2015-01-03) (বয়স ৭৮)
ঢাকা, বাংলাদেশ
ধর্ম খ্রীষ্টধর্ম
জাতীয়তাবাংলাদেশি
আখ্যা রোমীয় কাথোলিক মণ্ডলী
পেশাযাজক
ঊর্ধ্বতন পদ
পূর্বসূরীমীখায়েল রোসারিও
উত্তরসূরীপাত্রিক দি’রোসারিও
পেশাযাজক
পূর্ববর্তী পদরাজশাহী ধর্মপ্রদেশের বিশপ
ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ

পৌলিনুস কস্তা (১৯ অক্টোবর ১৯৩৬ – ৩ জানুয়ারি ২০১৫) ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের সাবেক আর্চবিশপ[১] তিনি ২০০৫ সাল থেকে ২২ অক্টোবর ২০১১ সাল পর্যন্ত তাঁর অবসরগ্রহণের পূর্ব পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখে গেছেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ সকলের কাছে গ্রহণীয় ও বরণীয় ছিলেন।

পুরস্কার[সম্পাদনা]

আর্চবিশপ পৌলিনুস কস্তা ২০০৭ সালে মানবাধিকার প্রতিষ্ঠায় মাহাত্ম গান্ধি শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির মানবাধিকার পুরস্কার লাভ করেছেন।এছাড়া তিনি অসংখ্যা মানুষের ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছেন।

প্রয়াণ[সম্পাদনা]

তিনি ৭৮ বছর বয়সে ৩ জানুয়ারি ২০১৫ সালে অসুস্থ অবস্থায় মারা যান। তাকে ঢাকার রমনাস্থ আর্চবিশপ হাউজে ৭ জানুয়ারি ৫ হাজার এর অধিক ভক্তদের প্রার্থনা ও শ্রদ্ধা জানানোর মাধ্যমে সমাধিস্থ করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

ক্যাথলিক চার্চ উপাধি
পূর্বসূরী
মাইকেল রোজারিও
ঢাকার আর্চবিশপ
২০০৫–২০১১
উত্তরসূরী
প্যাট্রিক ডি’রোজারিও
পূর্বসূরী
প্যাট্রিক ডি’রোজারিও
রাজশাহীর বিশপ
১৯৯৬–২০০৫
শূন্য
Title next held by
গের্ভাস রোজারিও