অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়
অবয়ব
অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | ১৮৮৮ ভারত |
মৃত্যু | ২ মে ১৯৬৮ ১৮ টেগোর টাউন এলাহাবাদ, উত্তরপ্রদেশ ভারত |
পেশা | শিক্ষাবিদ লেখক অধ্যাপক দার্শনিক |
পরিচিতির কারণ | দার্শনিক রচনাসমূহ |
পুরস্কার | পদ্মভূষণ (১৯৬৪) |
অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়(১৮৮৮ - ২ মে ১৯৬৮) ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক।[১] তিনি এদিকে যেমন অষ্টাদশ শতকের ইমানুয়েল কান্ট এবং জর্জ উইলহেম ফ্রেডরিখ হেগেল এর মতো প্রখ্যাত ইউরোপিয়ান দার্শনিকের দর্শনে প্রভাবিত হন, তেমনই উইলিয়াম জেমস, জন বি. ওয়াটসন এবং জেমস ওয়ার্ডের মতো ইউরোপীয় মনোবিজ্ঞানী এবং ভারতের অদ্বৈত বেদান্তের আদি শঙ্করের মতো চিন্তাবিদদের ধারনার অনুসারী ছিলেন।
তিনি অধ্যাপনার সঙ্গে দর্শনের উপর বহু নিবন্ধসহ দুটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থ দুটি হল -
- অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় (১৯৩৩)। সেল্ফ, থট, অ্যান্ড রিয়েলিটি। জুভেনাইল প্রেস। পৃষ্ঠা ৪১০। এসটুসিআইডি 170737014। ডিওআই:10.1017/S0031819100033350।
- অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় (১৯৩৮)। দ্য নেচার অফ সেল্ফ। দ্য ইন্ডিয়ান প্রেস। পৃষ্ঠা ৩৫৯। এসটুসিআইডি 170340053। ডিওআই:10.1017/S0031819100036032।
[২][৩] [৪]তিনি পশ্চিমী ভাষাশৈলী ও শিক্ষা পদ্ধতি নিজের একাডেমিক সাধনাতে গ্রহণ করেছিলেন। [৫] শিক্ষা ও সাহিত্যে তাঁর অবদানের জন্য ভারত সরকার ১৯৬৪ খ্রিস্টাব্দে তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করে। [[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nalini Bhushan, Jay L. Garfield (জুলাই ২০১৫)। Ganeri, Jonardon, সম্পাদক। "Anukul Chandra Mukerji: The Modern Subject"। The Oxford Handbook of Indian Philosophy। আইএসবিএন 978-0-19-931462-1। ডিওআই:10.1093/oxfordhb/9780199314621.013.42।
- ↑ A. C. Mukherjee (১৯৩৩)। Self, Thought, and Reality। Juvenile Press। পৃষ্ঠা 410। এসটুসিআইডি 170737014। ডিওআই:10.1017/S0031819100033350।
- ↑ A. C. Mukherjee (১৯৩৮)। The Nature of Self। The Indian Press। পৃষ্ঠা 359। এসটুসিআইডি 170340053। ডিওআই:10.1017/S0031819100036032।
- ↑ Bhushan, Nalini; Garfield, Jay L. (২০১৬)। Indian Philosophy in English: From Renaissance to Independence। আইএসবিএন 9780199773039। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৬।
- ↑ William Sweet, সম্পাদক (২০১২)। Migrating Texts and Traditions। University of Ottawa Press। পৃষ্ঠা 364। আইএসবিএন 9780776620329।
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬।