উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল[সম্পাদনা]

নিচের আলোচনাটি নিম্নলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।

ফলাফল ছিল: অপসারণ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৯, ৫ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) (delete) – (লগ দেখুন)

গ্রহণযোগ্যতা --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৫:৫৮, ২৮ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

একমত -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
একমত -- তাওহীদ (আলাপ) ০৯:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আংশিক একমত নই। একজন পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি আমার মতে অবশ্যই উল্লেখযোগ্য কিন্তু নিবন্ধের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। অবস্থার উন্নতি না হলে অপসারণের পক্ষে। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৫:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নিবন্ধ হতে পারে। সেটা অবশ্যই উল্লেখেযোগ্য। কিন্তু আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের যথেষ্ট পরিমান তথ্য নেই। এভাবে ছোট ছোট তথ্য দিয়ে সংসদ সদস্যদের নিবন্ধ শুরু করলে সেটি সংখ্যা বাড়াবে কিন্তু ন্যূনতম মানসম্পন্ন অবস্থায় হবে না। তাই আমার মনে হয় এ কম তথ্য দিয়ে এ ধরনের নিবন্ধ আপাতত করার ব্যাপারে নিরুৎসাহিত করা ভালো। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৬:৩৬, ৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।