বিষয়বস্তুতে চলুন

সেলতোন বিয়াই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলতোন বিয়াই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সেলতোন আন্সুমানে বিয়াই
জন্ম (2000-08-13) ১৩ আগস্ট ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান লিসবন, পর্তুগাল
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিতোরিয়া
জার্সি নম্বর ৬৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৫৫, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সেলতোন আন্সুমানে বিয়াই (পর্তুগিজ: Celton Biai; জন্ম: ১৩ আগস্ট ২০০০; সেলতোন বিয়াই নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব ভিতোরিয়ার হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৭ সালে, বিয়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সেলতোন আন্সুমানে বিয়াই ২০০০ সালের ১৩ই আগস্ট তারিখে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

বিয়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৮, পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১০ই ফেব্রুয়ারি তারিখে তিনি প্রীতি ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3005760
  2. "Convocatória final para o Europeu" [ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল]। fpf.pt (পর্তুগিজ ভাষায়)। ২০ জুন ২০২৩। ৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  3. "Portugal U21 Squad" [পর্তুগাল অনূর্ধ্ব-২১ দল]। espn.com (ইংরেজি ভাষায়)। ইএসপিএন এফসি। ৩ জুলাই ২০২৩। ৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  4. "Portugal U21 - Detailed squad 2023" [পর্তুগাল অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]